ছোট থেকেই একটা নির্দিষ্ট ধারণা আমাকে বশবর্তী করে রেখেছিল যে প্রতিটি মানুষের
জন্য বিপরীত লিংগের আরেকজন ঠিক করা আছে, সময় হলেই আমাদের তার সাথে দেখা হবে, আর সেই একজনকে মানুষ তার সকল ভালবাসা নিংড়ে দিবে, অনেকে হয়তোবা এ ধারণার সথে পরিচিত, ইংরেজীতে অনেক সময় একে বলে "Made for Each Other Combination" । এই জিনিসটাকে পুঁজি করে সারাটা জীবন বসে ছিলাম, যে হয়তোবা জীবনের কোনো মূহুর্তে কোনো বাঁকে দেখা হয়ে যাবে তার সাথে, যার ভালবাসায় সিক্ত হয়ে কাটিয়ে দিব সারাটা জীবন, যাকে এক মূহুর্ত না দেখলে মন আনচান করে ঊঠবে, যার জন্য আমি থাকব সদা নিবেদিতপ্রাণ। যাই হোক সেই ভালবাসার দেখা যে স্বাভাবিকভাবে হবে আমি এটাও বিশ্বাস করতাম, তার সাথে আমার দেখা হবেনা কোন অজানা মেয়ের মোবাইল নাম্বার নেওয়ার মাধ্যমে, অথবা কোন ভার্চুয়াল জগতে চ্যাটিং এর মাধ্যমে, দেখা হবে সুন্দর স্বাভাবিক স্বাধারণ মানুষের মত।
তাকে আমার সামনে দেখে মনে হবে পুরাটা জগৎ আমার সামনে দাঁড়িয়ে আছে। আমার মনের মাঝে সে থাকবে প্রতি দিন, প্রতি ক্ষণ, প্রতি মুহূর্ত, ঠিক তেমনি আমিও থাকব তার মাঝে।
ভালবাসা নিয়ে এসব চিন্তা মাথার মধ্যে ঘুরপাক করাতে করাতে জীবনের একুশটি বসন্ত কেটে গেল, তারপরও আজ রয়েছি প্রতীক্ষায় ভালবাসার । এখন আমি প্রকৌশল শিক্ষার শেষ বর্ষে পদার্পণ করেছি। এখন আমার ধারণার একটু পরিবর্তন হয়েছে, মূল যে পরিবর্তন হয়েছে তা হল, চেষ্টা ছাড়া ভালবাসা হয়না । আমার আশপাশে অনেক বন্ধুকেই দেখলাম জিদ করে প্রেম করতেই হবে এমনভাবে আঁদাজল খেয়ে লেগে থেকে এক থেকে একাধিক প্রেম করল, বান্ধবীদেরও তাই দেখলাম(যদিও আমার বান্ধবী বলতে কেঊ নেই, ক্লাসমেটদেরকেই আপাতত বান্ধবী বলি,যদিও তা সঠিক নয়)। কিন্তু আমার ধারণা বিশেষ একজন যাকে দেখলে মনে হবে আমি পৃথিবীতে তারই জন্য এসেছি এমন কাঊকে পেলামনা।
আমার ধারণা তাকে দেখলে আমার মধ্যে বিশেষ একটা অনুভূতির সৃষ্টি হবে যাতে বুঝব, এই সে যার জন্য সারাটা জীবন অপেক্ষায় রয়েছি, আরও থাকতে পারব শত, সহস্রাধিক বছর অপেক্ষায়।
কিন্তু আজ পর্যন্ত এমন কাঊকে নজরেই পড়ল না, নজরে না পড়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে মেয়েদের সাথে খুব কম মিশি, বলতে গেলে মিশিই না। ছোট থেকে একই ক্লাসে ক্লাস করেছি অথচ তাদের নাম জানিনা এমন মেয়ের সংখাই বেশি। হাতে গোনা মাত্র দু-একজন মেয়েক চিনি। যাই হোক, কাল যখন বন্ধুরা সবাই মিলে প্রেম, ভালবাসে নিয়ে আলোচনা করছিলো, তখন সবাই মিলে আমাকে চেপে ধরল তোর কাহিনী বল।
আমি খুঁজেই পেলামনা কি বলব। সবাই শুনে অবাক হল একুশ বছরেই আমার কাঊকে মনে ধরেনি একথা শুনে । আমার জীবনের ২১ বছরে এখন পর্যন্ত কাঊকে আমার মনে ধরেনি, অথবা অন্য কারো মনেও আমি বিশেষ স্থান করে নিতে পারিনাই, বাঁইশতম বছরেও পারব বলে মনে হয়না। অবশ্য আমার না পারার অনেক কারণ রয়েছে আমি সুন্দর না, স্মার্ট না, আর সবচেয়ে বড় সমস্যা হল আমি বিশালদেহী সোজা বাংলায় যাকে বলে আমি একটা মটু। আবার পজিটিভ একটি জিনিসই আছে, আর কয়েকটা মাস পরে আমি কম্পিঊটার প্রকৌশলী হতে চলেছি, এক ঊয়েট(বু বাদে) থেকে,তাই যদি কেঊ এই দেখে ভালবাসে ।
কিন্তু না কেঊ ভালবাসেনি,সব মেয়েরাই চায় স্মার্ট হ্যান্ডসাম ছেলেকে ভালবাসতে,যেমন প্রতিটি ছেলেই চায় সুন্দরী ডানাকাটা পরীকে ভালবাসতে, মনে কি থাকে থাকুক।
আজকাল মনের মাঝে বিশাল হাহাকার জন্ম নিয়েছে, মাঝে মাঝে মনে হয় কোন উঁচু পাঁহাড়ের উপর গিয়ে চিৎকার করে বলি " ভালবাসতে চাই, ভালবাসতে চাই, কেঊ কি আছো দিবে মোরে এক মুঠো ভালবাসা, আছো কি কেঊ এই জগতে", কিন্তু না পারিনা, কেন পারিনা সেটাও জানিনা, শুধু এটুকু জানি আমি রয়েছি প্রতোক্ষার এক মুঠো ভালবাসার । আরও অনেক কিছু লিখতে মন চাইছে,কিন্তু না আর পারছিনা গোছাতে, মাঝে মাঝে নিজেকে এমনি খারাপ লাগে যে, আমার মনের অনুভূতি বলার জন্য কেঊ নেই, তখন ডাইরী লেখি, নাহলে দূরে গিয়ে একাকী বসে থাকি, এমন কেঊ নেই যাকে মন খুলে নিজের অনুভূতিগুলোর কথা বলব, এমন কেঊ নেই যার দিকে এক পলক তাকিয়ে ভুলে যাবে পৃথিবীর সকল অসুন্দরকে,তখনি মনটা আরও খারাপ হয়ে যায়, মনে হয় কিছু মানুষ মনে হয় একাকী থাকার জন্যই পৃথিবীতে আসে, আমিও মনে হয় তাদের মধ্যে একজন। যাই হোক আজ আর লিখতেও মন চাইছে না, শুধু এটুকু চিৎকার করে বলতে চাই, "ভালবাসতে চাই, ভালবাসতে চাই", কেঊ যদি পৃথিবীর কোণ প্রান্ত থেকে শুনে সাড়া দেয়, যদিও না দেওয়ারই সম্ভাবনা বেশি । সবার জন্য সুখী সুন্দর ভালবাসাময় জীবনের প্রত্যাশায় ----
আমি এক ভালবাসার কাঙাল
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।