আমাদের কথা খুঁজে নিন

   

ভারতে দুই মহিলাকে বিবস্ত্র করে ঘোরানো হয় রাস্তায়

দুরন্ত পথিক

ঢাকা, ২০ আগস্ট (শীর্ষ নিউজ ডেস্ক): অন্য সমপ্রদায়ের পুরুষের সঙ্গে সম্পর্ক থাকার কথিত অপরাধে ভারতের পশ্চিমবঙ্গে দুই মহিলাকে বিবস্ত্র করে রাস্তায় ঘুরিয়েছে সমাজপতিরা। ঘটনাটি ঘটেছে বীরভূম জেলার সানথাল পাহাড়ি এলাকার জেটিয়া গ্রামে। এর আগেও একই এলাকায় এক মহিলাকে বিবস্ত্র করে ঘোরানো হয়েছিল। ক্ষতিগ্রস্ত ওই দুই মহিলা সমাজপতিদের বিরুদ্ধে মামলা করেছেন। বৃহস্পতিবার পুলিশ একথা জানায়।

গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ক্ষতিগ্রস্ত দুই মহিলা পাথর কোয়ারিতে কাজ করতেন। তাদের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে তাদের সহকর্মী অন্য সমপ্রদায়ের দুই পুরুষের সঙ্গে। তাদের মোটরসাইকেলে ওই দুই মহিলাকে ঘুরতে দেখে ওই সমপ্রদায়ের লোকেরা। আয়োজন করে শালিসের। এ সময় সমাজপতিরা ওই দুই মহিলাকে বিবস্ত্র হয়ে রাস্তায় ঘোরার রায় দেন।

কিন্তু এতে ওই দুই নারী রাজি হচ্ছিলেন না। এক পর্যায়ে সমাজপতিরা জোর করে তাদের বিবস্ত্র করে বিপুল সংখ্যক মানুষের সামনে দীর্ঘ পথ হাঁটতে বাধ্য করেন। এ সময় বিপুল সংখ্যক লোক তাদের পেছনে হাঁটে ও তাদের উত্ত্যক্ত করতে থাকে। বীরভূম পুলিশের মুখপাত্র হুমায়ুন কবির বলেন, সামপ্রতিক ওই ঘটনায় সমাজপতিদের বিরুদ্ধে মামলা করেছেন ক্ষতিগ্রস্ত দুই মহিলা। তিনি জানান, এরইমধ্যে খবর পাওয়া গেছে যে ক্ষতিগ্রস্ত এক মহিলা অপমানে আত্মহত্যা করেছেন।

তবে এটা এখনো নিশ্চিত নয়। এর আগেও একই এলাকায় এক মহিলাকে বিবস্ত্র হয়ে ঘুরতে বাধ্য করেছিলেন সমাজপতিরা। ওই ঘটনায় মামলা হয়েছিল। তখন সংবাদ মাধ্যমগুলো এ খবর ফলাও করে প্রচার করে। হইচই পড়ে যায় সারা ভারতে।

পশ্চিমবঙ্গের মহিলা কমিশন এ ঘটনাটি তদন্ত করছে। সংস্থার চেয়ারপার্সন মালিনী ভট্টাচার্য বলেন, স্পর্শকাতর এ ঘটনাটি তারা তদন্ত করছেন। ক্ষতিগ্রস্ত পরিবারটি ও স্থানীয় প্রশাসন কেন নীরব থাকলো তা তারা খতিয়ে দেখছেন। তবে সামপ্রতিক ওই দুই মহিলার ঘটনায় তিনি মন্তব্য করেননি। কর্মকর্তারা বলছেন, তিন মহিলাকেই উলঙ্গ হয়ে হাঁটতে বাধ্য করা হয়েছিল।

তবে প্রথম ঘটনাটি ভিডিও করা। তিন বছর আগে আসাম রাজ্যেও এক মহিলাকে বিবস্ত্র করে ঘুরানো হয়েছিল বলে তারা জানান।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.