আমাদের কথা খুঁজে নিন

   

ছোট হাতের বড় লেখা

ছন্নছাড়া বাঁধনহারা দস্যি একটা ছেলে ,, দিবানিশি ক্যামেরা চালায় আহার নিদ্রা ফেলে :) :)

তুমি হাসো বলে তুমি হাসো বলে কাননে ফুল ফোটে... তুমি হাসো বলে আকাশে চাঁদ ওঠে... তুমি হাসো বলে প্রকৃতিতে আসে বসন্ত স্বপ্ন সুখের উল্লাসে.... তুমি হাসো বলে পাখিরা গান গায়... তুমি হাসো বলে মাঝিরা দাড় বায়... তুমি হাসো বলে ঝর্না বয়ে চলে গহীন সমুদ্রের পানে.... তুমি হাসো বলে কাব্য রচে কবি... তুমি হাসো বলে শিল্পী আঁকে ছবি... তুমি হাসো বলে আমি অপলক আধারে হারাই যে স্বপ্ন ঘোরে... কবিতাটি লিখেছে ক্লাস ৬ এ পড়া আমার এক ভাতিজি স্বর্না । ওর মা নেই বাবা থেকেও নেই .। দাদির কাছেই মানুষ সেই জন্মের পর থেকে ...। ওর লেখার ইচ্ছাটা প্রবল ..। খুব ইচ্ছে ওর লেখা কোন একদিন গান হবে ...। বাড়ির আর কেউ জানে না ও এত বড় কিছু লিখে ফেলেছে ..। আমি ওকে লেখালেখি করতে উৎসাহ দেই বলে আমাকে আজ এইটা দেখাল..। আর আমি ওর অনুমতি নিয়ে লেখাটা আপনাদের সাথে শেয়ার করলাম..। মেয়েটির জন্য দোয়া করবেন....।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।