আমাদের কথা খুঁজে নিন

   

আল্লাহ্‌-র ৯৯-টি নামের মহাত্ম... ~~~ জানতে চাই...

দুঃখিত,নীতিমালা ভঙ্গের কারনে প্রভাষক-এর কমেন্ট ব্যান করা হয়েছে; তবে তিনি "নিরাপদ" ব্লগার!!!

সকল জাতি-ধর্ম-বর্ণ ও গোত্রের ব্লগার-দের প্রতি সন্মান রেখে আমি আমার এই লেখা-টি প্রকাশ করছি... এবং কারো কোনো মন্তব্য করার থাকলে নির্বিধায় আমাকে করতে পারেন... তবে আশা করবো... মন্তব্য জেনে-বুঝে এবং যুক্তির দ্বারা করবেন... আর... অবশ্য-ই শালীনতা ও ভদ্রতা বজায় রেখে মন্তব্য-গুলো করবে... আমি আজ প্রচন্ড বিক্ষিপ্ত মন নিয়ে লিখছি... তাই... কিছু ভুল হতে পরে... আপনারা আশা করি সে-গুলো ধরিয়ে দেবেন... কিন্তু যারা মন্তব্য করে পরে আর এই ব্লগে আসবেন-না... অর্থাৎ যারা আমার উত্তর শোনার পর আর পুনরায় প্রশ্ন বা মন্তব্য করবেন-না... তাদের-কে এ-ধরণের আচরণের কারণ-টি অন্ততঃ বলে যাবার জন্য অনুরোধ রইলো... আর একটি কথা... আমি আজ কোনো নাস্তিক-এর মন্তব্যের জবাব দিতে চাচ্ছি-না... তারা দয়া করে গ্যালারীতে চলে যাবেন... (মন্তব্য বা লিংক যোগ করতে পারবেন)... লেখাটি কেবল-মাত্র ইসলাম ধর্মে বিশ্বাসী-দের জন্য প্রযোজ্য... তারা মন্তব্য করবেন আশা করি... আল্লাহ্‌-র ৯৯-টি নামের মহাত্ম... আল্লাহ্‌-র ৪০০০-টি অত্যন্ত অর্থ-পূর্ণ এবং মর্যাদার নাম রয়েছে... যা-র মধ্যে তিনশত তাওরাত-এ... তিনশত যাবুর-এ... তিনশত ইঞ্জিল-এ... এবং অবশিষ্টগুলো পবিত্র আল-কোরআন-এ আছে... যা-র অধিকাংশ-ই মানুষের জ্ঞাত জ্ঞান-এর বাহির-এ... তবে এ-গুলোর মধ্যে ৯৯ টি নাম সু-প্রসিদ্ধ এবং পরিচিত... (সূত্রঃ নেয়ামুল কোরআন- মৌলবী মোহাম্মদ শামছুল হুদা; পৃষ্ঠা-১৪-৩৭) আমার জানার ইচ্ছে হচ্ছে... ১. প্রতিটি নাম-ই মর্যাদা-পূর্ণ... সেটা যে-কারো-ই হোক-না কেন... এখানে কেন আমরা বলবো যে... মহান আল্লাহ্‌-র অত্যন্ত মর্যাদা-যুক্ত নাম রয়েছে???... ২. প্রতিটি নাম-এর-ই অর্থ রয়েছে... কাজেই... আল্লাহ্‌-র নামের-ও অর্থ থাকবে... এটা-ই-তো স্বাভাবিক... তাহলে কেন আমরা বলবো যে... মহান আল্লাহ্‌-র নাম-গুলো অত্যন্ত অর্থ-পূর্ণ???... ৩. নাম কিভাবে জ্ঞাত জ্ঞান-এর বাহির-এ রাখা সম্ভব???... কারণ আল্লাহ্‌-তো সব জ্ঞান কোরআন-এ দিয়ে-ই দিয়েছেন... তাহলে কোরআন পড়ে-ও কেন আমরা এগুলো নির্ণয় করতে পারছি-না???... যদি না পরি... তবে এটা কিভাবে পরিপূর্ণ গ্রন্থ হয়???... ৪. যে নাম-টি সর্ব-প্রথম ব্যবহার করা হয় তা সর্বদা-ই অনন্য হয়... ইউনিক হয়... যেমনঃ প্রথম যে ব্যক্তির নাম "আবু" ছিলো... তার নাম-টি আন-কমন ছিলো... কিন্তু আজ কি আর তা আছে???... ৫. প্রতিটি নাম-এর যদি এতো-ই গুন থাকে... তাহলে আর মানুষের কাজ-কর্ম বা অন্যান্য ইবাদত করার প্রয়োজন কি???... কেবল নাম-জঁপ-এ-ই-তো সর্ব-সমস্যার সমাধান এবং সকল প্রয়োজন মেটানো যায়... কিন্তু নবী-রাসুল বা সাহাবী-রা-ও দেখি অন্য-ভাবে জীবিকা-র সংস্থান এবং বেহেশতের হাদীয়া সংগ্রহ করেছেন... কারণ-টা কি???... ৬. প্রতিটি নাম-ই আলাদা-আলাদা অর্থ বহন করে!!!... আপনার বা আমার যদি এতো-গুলো নাম থাকতো... তাহলে কেমন হতো... ভাবুন!!!... অনেক সমস্যা হতো-না???... আল্লাহ্‌ কি পারতেন-না একটি নামের মাধ্যমে-ই সকল বক্তব্য পেশ করতে???... এমন-টা কেন করা হলে???... ৭. একই ব্যক্তি কি ভিন্ন বা সম্পূর্ণ বিপরীত দু-টি গুণ বহন করতে পারেন???... যে ব্যক্তি সৎ ~ তিনি কি আবার অ-সৎ-ও হতে পারেন???... যে ছাত্রটি মেধাবী ~ সে কি-ভাবে আবার মূর্খ হয়???... বলবেন কি???... আল্লাহ্‌-র প্রচুর এ-ধরণের বিপরীত গুণ বা মর্যাদা-জ্ঞাপক নাম রয়েছে... কি-ভাবে সম্ভব এটা???... ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ আমার ভুল হলে ধরিয়ে দেবেন... আর মন্তব্য করে পরে আবার এই ব্লগে আসবেন... আমি আলোচনা-র আশা করছি... এবং প্লাস বা মাইনাস ~ যা-ই দেন... কারণ-টা বলবেন... ধন্যবাদ... সবাই-কে... ((যারা পড়বেন... প্রত্যেকে-ই মন্তব্য করলে খুশি হবো... আস্তিক-নাস্তিক সবাই... আমি সত্য সন্ধানে ব্রতী...))...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.