মাঝে মাঝে রাতে ঘুম ভাঙ্গার পর, জেগে উঠে মনে হয়, ইশ! এখনো তো অনেক কিছু করার বাকি!
মুভি দেখার প্রতি আমার একটা প্রচন্ড আগ্রহ থাকলেও সময় এর অভাবে সব মুভি দেখা হয়ে ওঠেনা, তবে ভাল মুভি দেখতে কখনই মিস করিনা। যাই হোক, যে মুভিটার কথা আজ বলছি তা মনে হয়তো অনেকেরই দেখা তবুও বলছি....Paranormal Activity. একটি ওয়েব সাইট এ সর্ব কালের অন্যতম সেরা horror মুভি লিস্টে এই মুভিটার নাম দেখে দেখতে আগ্রহী হলাম।
এটি একটি Non production horror মুভি। Non production movie বলতে মূলত এমন মুভিগুলোকে বুঝায়, যেগুলো সাধারণ মুভি ক্যামেরায় ধারণকৃত নয়। যেমন Paranormal Activity মুভিটিতে বেশিরভাগ ক্ষেত্রেই ক্লোজ সার্কিট ক্যামেরার ভিডিও ফুটেজ ব্যবহার করা হয়েছে।
অন্য সব horror মুভির সাথে এর পার্থক্য হল.. সাধারণত আমরা horror ফিল্ম বলতে যা বুঝি এটি তা থেকে অনেকটাই আলাদা। 'হাও মাও খাও' টাইপ ভয়ের পরিবর্তে, এখানে এমন কিছু Horror Element ব্যবহার করা হয়েছে, যা দেখে আপনার মনে হতে পারে 'আরে এমন তো সত্যিই ঘটতে পারে!' আর এ কারণেই বোধ হয় সাধারণ হরর মুভি গুলোর মতো Extreme violence, Bloodshed না দেখিয়েও সাদামাটা এই মুভিটি অন্যতম সেরা হরর মুভির তালিকায় জায়গা করে নিয়েছে। এক তরুণ দম্পতি কেন্দ্র করে ঘটতে থাকা আদিভৌতিক ব্যপার গুলো শুরুতে তেমন ভয়ের উদ্রেক না করলেও, মুভির একটা পর্যায়ে ঠিকই আপনার গাঁয়ে কাটাঁ দিয়ে উঠবে!
হাসতে হাসতে horror মুভি দেখেন এমন অনেক সাহসী(?!!) মানুষও নাকি Paranormal Activity মুভিটা দেখে different taste পেয়েছেন!! মাত্র 15,000 ডলার বাজেটের একটি মুভি কিভাবে 193,311,485 ডলার এর revenue করল সেটা জানতে হলেও আপনাকে এই মুভিটা দেখতে হবে। তবে যারা মুভিটা দেখবেন তাদের জন্য একটা পরামর্শ...মুভিটা কেঊ "টেনে টেনে" দেখার চেষ্টা করবেন না,তাহলে Suspense এর মজাটা পাবেন না!!
তো...আপনি যদি horror thriller ফিল্ম এর ভক্ত হয়ে থাকেন আর এই মুভিটা এখনো না দেখে থাকেন...তাহলে Download করে ফেলুন এখনই!
মুভিটির mediafire download link এর জন্য Click করুন নিচের link গুলোতে...
Paranormal Activity-Part1
Paranormal Activity-Part2
Paranormal Activity-Part3
Part 3 password: urgrove.com
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।