জীবন এর গল্প অােছ বািক অল্প
র্থনৈতিক বার্তা পরিবেশক
গতকাল রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন প্রাঙ্গণে শুরু হয়েছে মাসব্যাপী জামদানি শাড়ি রফতানি মেলা। মূলত ঈদ উপলক্ষে এ মেলার আয়োজন করা হয়েছে। প্রতিবারের মতো এ বছরও ঈদের বেচাকেনার শুরু থেকেই মেলা জমজমাট থাকবে বলে আশা করছেন আয়োজকরা। মেলায় পাওয়া যাচ্ছে দেশি ডিজাইন ও প্রযুক্তির শাড়ি। বংলাদেশ উইভার্স প্রোডাক্ট এন্ড ম্যানুফ্যাকচারার্স বিজনেস এসোসিয়েশন আয়োজিত মেলার উদ্বোধন করেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া।
উইভার্স প্রোডাক্ট এন্ড ম্যানুফ্যাকচারার্স সমিতির নেতারা জানান, রমজানে মানুষের মধ্যে দেশীয় জামদানি শাড়ির প্রতি আরও আগ্রহী করা এবং ঈদের বেচাকেনাও বড় টার্গেট।
তারা জানান, মেলায় দেশীয় বৈচিত্র্যময় জামদানি শাড়িসহ বিভিন্ন অঞ্চলের শাড়ি এবং অন্য সামগ্রীও থাকবে। প্রতি বছর রমজানের ঈদের আগে রাজধানীতে জামদানি শাড়ির বিভিন্ন মেলার আয়োজন করা হয়। একাধিক স্থানে এ মেলায় সাধারণ মানুষের প্রচুর ভিড় চোখে পড়ার মতো। এসব কারণে আয়োজকরা মনে করছেন, অনুকূল পরিবেশের ফলে গতবারের তুলনায় বিক্রি বাড়বে।
View this link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।