বন্দর সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শঙ্কা কেটে যাওয়ায় বন্দরের নিজস্ব সতর্কতা ৩ নম্বর থেকে নামিয়ে ২ নম্বর করা হয়েছে। বিকাল চারটা থেকে বন্দরে পণ্য পরিবহন শুরু হয়েছে।
তবে এখনো বন্দরের জেটিতে কোনো জাহাজ নেই বলে জানান বন্দর সচিব। বহির্নোঙ্গর থেকে জাহাজ শুক্রবার সকালে জেটিতে ভিড়বে বলে জানান বন্দরের উপ সংরক্ষক ক্যাপ্টেন নাজমুল আলম।
বুধবার আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত দেখাতে বলার পর বন্দর কর্তৃপক্ষ তাদের নিজস্ব সতর্কতা বাড়িয়ে ‘৩’ করে। জেটিতে থাকা সব জাহাজ বহির্নোঙ্গরে পাঠিয়ে দেয়া হয়। একইসাথে বন্দর থেকে পণ্য পরিবহন বুধবার সন্ধ্যা ছয়টা থেকে বন্ধ রাখা হয়।
বৃষ্টি ঝরিয়ে দুর্বল হতে থাকা ঘূর্ণিঝড় মহাসেন মেঘনা মোহনা হয়ে নোয়াখালী এবং চট্টগ্রামের সীতাকুণ্ড দিয়ে স্থলভাগ অতিক্রম করছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।