আমাদের কথা খুঁজে নিন

   

রমজানুল মোবারক মাসে রোজার ফযীলাত........



রমজানুল মোবারক মাসের রোজা সম্পর্কিত দু'টি হাদীসঃ ১) আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, "যে ব্যক্তি ঈমান এনে সওয়াবের আশায় রমজানের দিনে রোজা রাখবে এবং রাতে নামাজ পড়বে, মহান আল্লাহ তা'আলা তার ইতোপূর্বের সকল গুনাহ ক্ষমা করে দিবেন।" (বুখারী, মুসলিম, তিরমিযী, আবূ দাউদ, ইবনে মাজাহ, মুসনাদে আহমদ) ২) আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, "মহান আল্লাহ তা'আলা ইরশাদ করেছেন, আদম সন্তানের বিভিন্ন নেক আমলের সওয়াব ১০ থেকে ৭০০ গুণ বৃদ্ধি করা হবে। তবে রোজা ছাড়া। কারণ, তা আমার জন্য আর আমি তার প্রতিদান দিবো। সে আমার কারণে তার প্রবৃত্তি ও পানাহারকে পরিত্যাগ করে। রোজা ঢাল স্বরূপ। রোজাদারদের দু'টি আনন্দ রয়েছে। একটি আনন্দ ইফতারের সময়। আরেকটি আনন্দ কিয়ামত দিবসে তার প্রতিপালকের সাথে সাক্ষাতের সময়।" (বুখারী, মুসলিম, তিরমিযী, নাসাঈ, ইবনে মাজাহ, মুসনাদে আহমদ, দারিমী)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.