'কিছু মাতাল হাওয়ার দল... শুনে ঝড়ো সময়ের গান... এখানেই শুরু হোক রোজকার রূপকথা... / কিছু বিষাদ হোক পাখি... নগরীর নোনা ধরা দেয়ালে কাঁচ পোকা সারি সারি... নির্বান নির্বান ডেকে যায়...'
;;
;;
আমরা মাঝে মাঝে সহব্লগারদের মন রক্ষা করার জন্য "মন ভুলানো" টাইপ কমেন্ট করে থাকি। এ ক্ষেত্রে যদি মন ভুলানো টাইপ কমেন্ট না করে সত্যিকারের কমেন্টগুলো করা যেতো তাহলে কেমন হতো সেগুলো?? আসুন দেখা যাক।
* মন ভুলানো কমেন্টঃ অসাধারণ। আপনাকে জাঝা।
** সত্যিকারের কমেন্টঃ ধুর! এইটা কোন পুস্ট হৈলো??
* মন ভুলানো কমেন্টঃ অসাধারণ।
ডাইরেক্ট প্রিয়তে।
** সত্যিকারের কমেন্টঃ এতো লম্বা পোস্ট লেখছো! আবুল কোনহানকার। আমি পোস্টই পড়ি নাই। প্রিয়তে রাখলাম। দেখি সময় পাইলে পড়মু নে।
* মন ভুলানো কমেন্টঃ +++++++++++
** সত্যিকারের কমেন্টঃ আমার আগের পোস্টে কমেন্ট করসো। আমি কমেন্ট না দিলে ক্যামন ক্যামন লাগে না? তাই দিলাম আরকি! আসলে প্লাস পাওয়ার যোগ্য না।
* মন ভুলানো কমেন্টঃ অসম্ভব সুন্দর। হৃদয় ছুয়ে গেলো।
** সত্যিকারের কমেন্টঃ উপরে কয়েকজনের দেখলাম হৃদয় ছুয়ে গেছে।
তাই আমারো ছুয়ে গেলো। আসলে পোস্টই পড়ি নাই।
* মন ভুলানো কমেন্টঃ এতো সুন্দর করে লিখেন কি করে! রুপকের আড়ালে বাস্তবতার ঝিলিক দেখা গেছে।
** সত্যিকারের কমেন্টঃ ধুর্ এই পোস্ট কিছুই বুঝি নাই। পুরা মাথার উপর দিয়া গেছে।
* মন ভুলানো কমেন্টঃ প্রতিটা লাইনের সাথে একমত।
** সত্যিকারের কমেন্টঃ হেডলাইন পড়েই কমেন্ট করছি। একটা লাইনও পড়ি নাই।
* মন ভুলানো কমেন্টঃ ভালো লেগেছে। ++
** সত্যিকারের কমেন্টঃ এই পোস্ট লেইখ্যা ফেসবুকে জানাইতে হয়!! আবুল!
* মন ভুলানো কমেন্টঃ রাজি বলেছেন রাজ সোহান বলেছেন খুবই ভালো হয়েছে।
** সত্যিকারের কমেন্টঃ তারা বলেছে তাই আমিও বললাম। মানে কপি পেস্ট করলাম। টাইপ করতে হাত বিশ করে!
* মন ভুলানো কমেন্টঃ আপনার লেখা পড়লে মনে হয় কেনো যে লিখতে পারি না!
** সত্যিকারের কমেন্টঃ কি বালছাল যে লিখে!
* মন ভুলানো কমেন্টঃ হা হা চে থে প গে।
** সত্যিকারের কমেন্টঃ ধুর্। সব গুলাই আগে পড়া।
* মন ভুলানো কমেন্টঃ যথারীতি অসাধারণ।
** সত্যিকারের কমেন্টঃ ফেসবুক ফ্রেন্ড লিস্টে আছো বৈলাই কমেন্টাইলাম। নাইলে......
* মন ভুলানো কমেন্টঃ সময় উপযোগী পোস্ট। এই রকম পোস্ট আরো দরকার।
** সত্যিকারের কমেন্টঃ আতলামী পোস্ট।
* মন ভুলানো কমেন্টঃ সহমত।
*ত্যিকারের কমেন্টঃ ধুর! দাড়াও অন্য নিকে আইসা ধোলাই দিতেছি!
* মন ভুলানো কমেন্টঃ অনেক কিছু জানতে পারলাম।
** সত্যিকারের কমেন্টঃ কিছুই জানতে পারলাম না। হুদাই।
* মন ভুলানো কমেন্টঃ পরের পর্বের অপেক্ষায় থাকলাম।
** সত্যিকারের কমেন্টঃ চাপা মারলাম। কোন দুঃখে পরের পর্বের অপেক্ষায় থাকবো? খাইয়্যা কামের অভাব নাকি আমার?
* মন ভুলানো কমেন্টঃ আপনার কবিতা সবসময়ই অসাধারণ হয়।
** সত্যিকারের কমেন্টঃ গাঞ্জা খাইয়্যা কবিতা লেখেন?
* সুশীল কমেন্টঃ চরম অশ্লীল পোস্ট। মাইনাস।
** সত্যিকারের কমেন্টঃ আরে দারুন মজার পোস্ট তো! অনেক মজা পাইছি।
যদিও সুশীল ভাব নিছি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।