সাধারণ মানুষ, কিন্তু এই দেশে সাধারণের দাম নেই
সিঙ্গাপুরে অবিবাহিত নারী-পুরুষদের মেলামেশার (ডেটিং করার) সুযোগ করে দেওয়ার উদ্যোগ নিচ্ছে সরকার। দেশটিতে বিয়ে এবং জন্মহার অত্যন্ত কম হওয়ায় সরকার বেশ উদ্বিগ্ন। তাই ডেটিংয়ে অনাগ্রহী লাজুকপ্রকৃতি নারী-পুরুষদের মেলামেশার জন্য ঘটক হিসেবে সরকারই এগিয়ে আসছে। বিয়েতে উৎসাহী করার ব্যাপারে এর আগেও নানা উদ্যোগ নিয়েছিল সরকার। কিন্তু তেমন একটা সফলতা না আসায় সরকার এবার বিশেষজ্ঞদের শরণাপন্ন হয়েছে।
সরকারি প্রকিউরমেন্ট বিভাগের ওয়েবসাইটে মানবউন্নয়ন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে চলতি মাসে একটি দরপত্র আহ্বান করা হয়েছে। যোগাযোগ-সংক্রান্ত বিষয় নিয়ে কাজ করে এমন এজেন্সির কাছে কিভাবে তরুণ-তরুণীদের মেলামেশায় উৎসাহী করা যায় সে ব্যাপারে প্রস্তাব চাওয়া হয়েছে এই দরপত্রে।
বিস্তারিত এখানে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।