আমাদের কথা খুঁজে নিন

   

সিঙ্গাপুরে বাড়ছে দারিদ্র্য

দিন দিন ধনী হচ্ছে সিঙ্গাপুর। আর শক্তিশালী হচ্ছে দেশটির অর্থনীতি। কিন্তু দেশটির মোট জনসংখ্যার একটি বড় অংশ এর সঙ্গে তাল মেলাতে না পেরে পেছনে পড়ছে। বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরগুলোর একটি সিঙ্গাপুরে দারিদ্র্যসীমায় বসবাসকারী মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে। ৫৪ বছর বয়সী পিটার গ্লুকোমায় আক্রান্ত।

তিনি একটি শপিং মলে নিরাপত্তা প্রহরীর কাজ করেন। ১৯৬৫ সালে স্বাধীনতা লাভের পর থেকে যে দলটি দেশ পরিচালনা করছে তারা সবসময় আত্দনির্ভরশীলতার উপকারিতা প্রচার করে এসেছে। কিন্তু অনেকের জন্য তাদের আয়ের তুলনায় জীবনযাত্রার ব্যয় অনেক বেশি। পিটারের আশঙ্কা তিনি তার গ্লুকোমার চিকিৎসা ব্যয় বহন করতে পারবেন না, যা তাকে অন্ধত্বের দিকে ঠেলে দিচ্ছে। যদিও তিনি অস্ত্রোপচারের ক্ষেত্রে ভর্তুকিসহ রাষ্ট্রের দেওয়া অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

তিনি বলেন, তার চিকিৎসার জন্য ৪ হাজার সিঙ্গাপুরিয়ান ডলারের বেশি খরচ হবে। কিন্তু তিনি রাষ্ট্রের দেওয়া তার হেলথ কার্ড সেবা থেকে সর্বোচ্চ ১ হাজার ৭০০ সিঙ্গাপুরিয়ান ডলার পাবেন। তার আয়ের অর্ধেক চলে যায় ঋণ পরিশোধে। বিষণ্ন মুখে পিটার বলেন, আমাদের কোনো সঞ্চয় নেই। ২০০২ থেকে ২০১১ সালের তথ্যগুলো বিশ্লেষণ করে দেখা গেছে, সিঙ্গাপুরে সব ধরনের স্বাস্থ্য খরচের এক-তৃতীয়াংশেরও কম দেয় সরকার।

বিবিসি।

 

 


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।