জীবনটা অনেক সুন্দর.........
যারা এডসেন্স নিয়ে কাজ করছেন তারা সবাই দেখেছেন, ১০ ডলার হওয়ার সাথে সাথে এডসেন্স একাউন্ট এর উপরের দিকে লাল রং এর একটি বক্স এর ভিতরে একাউন্ট “HOLD” এর কথা লিখে রাখে। আমারা অনেকেই এই ব্যাপারটা হয় লক্ষ্য করি না অথবা গুরুত্ব দেই না। আজ এই ব্যাপারটি নিয়ে কথা বলব। তখন নিশ্চয়ই এর গুরুত্ব বুঝতে পারবেন। তাহলে চলুন দেখিঃ-
মুলতঃ গুগল তার পাবলিসারদের তথ্য যাছাই-বাছাই করার জন্য একাউন্ট “HOLD” করে রাখে।
এটা সম্পুর্ন তাদের নিজস্ব পলিসি। কিন্তু অনেকেই জানেন না বা জানার চেষ্টাও করে না, কেন তার একাউন্ট HOLD করা আছে আর কিভাবে এই HOLD কে সরানো যায়। সম্প্রতি আমার এক ব্লগার বন্ধু তার একাউন্ট “HOLD” রিমুভ না করার জন্য ২৪৩ ডলার গচ্চা দেবার গল্প আমার সাথে শেয়ার করছে। তাই ভাবলাম অন্য কেউ যেন এই রকম সমস্যায় না পড়ে, এই জন্য কিছু লিখা দরকার।
গুগল তিনটি কারনে আপনার একাউন্ট কে HOLD এ রাখতে পারে।
যেমনঃ
১। আপনার একাউন্ট এ যখন ১০ ডলার আসবে তখন একটি পিন নাম্বার পাঠানো হবে। ওই পিন নাম্বারটি নির্দিষ্ট স্থানে বসালেই আপনার একাউন্ট HOLD রিমুভ হয়ে যাবে। এই বিষয়ে বিস্তারিত জানতে “ গুগল এডসেন্স এর পিন নাম্বার নিয়ে জটিলতার কিছু গল্প ও তার সমাধান “ টিউটোরিয়াল টি দেখুন।
২।
আপনি যদি US এর নাগরিক হন তাহলে আপনাকে আপনার সব ট্যাক্স ইনফরমেশন দিতে হবে। আর আপনি যদি NON US হন তাহলে কয়েকটি প্রশ্নের উত্তর দিলেই হবে। নিচের ছবি গুলো দেখুনঃ
এই পেইজে আপনাকে নিচের প্রশ্ন গুলোর উত্তর দিতে হবে। সব গুলোতে “NO” দিয়ে যান। (দয়া করে তথ্যগুলো, না পড়ে ”NO” দিবেন না)
এর পরে “continue” বাটন এ ক্লিক করলে নিচে ছবির মত একটি ম্যাসেজ দেখতে পাবেন।
এর পরে ট্যাক্স এর জন্য আপনার একাউন্ট “HOLD” রিমুভ হয়ে যাবে।
৩। সবশেষে কারনটি হল, গুগল আপনাকে একটি ফরম এর কথা বলবে,যাতে বলা থাকবে আপনি কিভাবে আপনার চেক নিতে চান, এটি খুব সিম্পল, ওখানে ২টি রেডিও বাটন থাকে, আপনি প্রথম রেডিও বাটনে ক্লিক করে দিবেন। ব্যস তিন নম্বর HOLD টি ও রিমুভ হয়ে গেল। এর পরে গুগল আপনাকে একটি ই-মেইল পাঠাবে যাতে লিখা থাকবে “আপনার পেমেন্ট সম্পর্কিত বিষয়সমুহ আপডেট হয়েছে।
”
এখন সব HOLD অপসন রিমুভড।
আরে ভাই হাসেন না………… টেনশন এ তো পুরা অর্ধেক হয়ে গেছেন……
এখন ইচ্ছা মত এড দেখান আর ১০০ ডলার হলে টাকা উত্তোলন এর জন্য আবেদন করুন। “টাকা উত্তোলন” বিষয়ে পরে বিস্তারিত লিখতে চেষ্টা করব।
টিউটোরিয়ালটির সুত্রঃ
http://www.coolajax.net/tutorial.html
সবাই ভাল থাকবেন।
আজ এতটূকুই।
টিউটোরিয়ালটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।