আমাদের কথা খুঁজে নিন

   

পৃথিবী গোল!!! কেডায় কইছে?

সব কিছু লজিক দিয়ে বুঝতে চাই। এবং মনে করি জগতের সব কিছু লজিক্যাল ।
-আচ্ছা পৃথিবীর আকার কি রকম। -কেন, গোল। -কি করে বুঝলেন পৃথিবী গোল।

-সেই ছোট বেলা থেকে পড়ে এসেছি পৃথিবী গোল। আর আপনি জিঞ্জেস করছেন কি করে বুঝলেন। -না মানে আমি জানতে চাচ্ছিলাম পৃথিবী যে এর গোল স্বপখ্খে আপনার কোন যুক্তি - প্রমাণ আছে? -আমি প্রমাণ কোথায় পাবো,আমি কি বিজ্ঞানী নাকি? প্রমাণ আছে বিজ্ঞানীদের কাছে। আপনার কি মনে হয়, পৃথিবী চাইর কোণা। -না; আমিও মনে করি পৃথিবী গোলাকার।

-তো আপনার কাছে কি প্রমাণ আছে? -চন্দ্রগ্রহণ নিশ্চয় দেখেছেন। কি জন্য হয় জানেন? -আপনি তো অনেক কিছু জানেন, আপনিই বলেন। -পৃথিবী যখন ঘুরতে ঘুরতে চাঁদ ও সূর্যের মাঝখানে আসে তখন পথিবীর ছায়া চাঁদের উপর পড়ে। ফলে চন্দ্রগ্রহণ হয়। চাঁদের উপর পৃথিবীর যে ছায়া পড়ে তা সবসময় গোলাকার হয়।

পৃথিবী গোলাকার না হলে তা সম্ভব হতো না। এমনকি পৃথিবী যদি একটি গোল থালার মতো হতো তাহলেও না। আপনি একটি টর্চ ও বিভিন্ন রকম বস্তু নিয়ে পরিখ্খাটি করতে পারেন। -ও আচ্ছা। এ কারণে আপনি বুঝলেন পৃথিবী গোল।

-না, আমি বুঝি নাই। আ্যারিষ্ট্যটল সর্বপ্রথম বুঝেছিলেন। আরো কারণ আছে। একটি দিগন্ত বিস্তৃত মাঠের সামনে দাড়ান, কি দেখা যাচ্ছে? দূরে আকাশ মাটি একসাথে মিশে গেছে। কিন্তু পৃথিবী যদি থালার মত চ্যাপ্টা হতো তাহলে দূরের পাহাড়-পর্বত গুলো দৃষ্টির প্রতিবন্ধক হতো।

-আর কোন কারণ আছে প্রফেসার সাহেব? -জ্বী, আরো কারণ আছে। তয় আপনি মনে হয় আমারে অপমান করলেন? -আরে না। আপনার কথা ভালো লাগছে তো তাই সন্মান কইরা প্রফেসার কইলাম। কন, আর কি কারণ আছে। -দূর সমুদ্র হতে জাহাজ কিনারের দিকে আসতে দেখেছেন? -দেখছি, টি.ভিতে।

-জাহাজ যখন বহুদূর হতে বন্দরের দিকে আসতে থাকে কি দেখেন প্রথমে? -কি আর দেখবো, জাহাজের উপরের উচা উচা টাওয়ার গুলা দেখা যায়। -পৃথিবী যদি সমতল হতো তবে পুরো জাহাজটাই তো একসাথে দেখা যাওয়ার কথা, তাই না? তার বদলে আমরা প্রথমে জাহাজের মাস্তুল দেখি। এরপর জাহাজটি যত কাছে আসে আস্তে আস্তে জাহাজের পুরো অংশ দেখা যায়। -ও আচ্ছা। আপনেতো দেখি ম্যালা কিছু জানেন।

আমিও জানতাম কিন্তু ঠিক গুছাই বলতে পারি নাই। তয় প্রথমে যে কথা কইছিলাম পৃথিবী গোল সেটাতো ঠিক আছে। -না, সেটাও ঠিক নাই। -ঐতো কমলালেবুর মতো গোল কইবেন তো। একইতো কথা।

-জ্বেনা। পৃথিবী কমলালেবুর মতো ও না , নাশপতির মতো ও না। পৃথিবী হলো পৃথিবীর মতো। অন্য কোন কিছুর সাথে এর মেলেনা। তাই বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন --------- ।

এই গৃীক শব্দের মানে হল ”পৃথিবীর মতো”। - অইছে যান। আর জ্ঞান লাগেবা না। বহুত কই ফালাইছেন।
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.