যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে.
১ম পোস্ট
Click This Link
২য় পোস্ট
Click This Link
৩য় পোস্ট
Click This Link
৪ নং পোস্ট
Click This Link
প্রতি বছর বি সি এস পরিক্ষা হয় । আর এই পরিক্ষার এর জন্য লাখ লাগ ক্যাণ্ডিডেট অংশগ্রহণ করে । কিন্তু চাকরির সুযোগ পায় সিমীত সংখ্যক । আর বাকিরা পরের বছর এর জন্য পড়াশুনা করতে থাকে । এভাবেই চলছে ।
বি সি এস এ না টিকলে তাদের খুব হতাশ দেখা যায় ।
আমি যতটুকু দেখেছি তাতে আমার মনে হয়েছে শহরের থেকে মফসল এর অথবা গ্রামগঙ্গের ছেলে মেয়েরাই এতে বেশি অংশগ্রহণ করে । এটার কিছু কারণ ও থাকতে পারে । হ্যা, সেটা হল বিয়াশাদির সময় । যদি পাত্রী পক্ষ দেখে যে ছেলে বি সি এস ক্যাডার তাহলে মেয়ে দিতে তারা এক পায়ে খাড়া ।
ছেলে কেমন, পরিবার কেমন সেটা কথা না । আসল কথা ছেলে সরকারি চাকরি করে । তাতেই হবে ।
বছর এর বছর ধরে যেই ছেলেটা এতটা সময় নষ্ট করল এটা সে অন্ন কাজে ব্যায় করতে পারত । বেকার সমস্যা এভাবেই আমাদের সমাজে ধিরে ধিরে প্রকট হচ্ছে ।
সেই ব্রিটিশ আমল থেকে চলে আশা পদ্ধতি আমরা এখন বহাল রেখেছি । কিন্তু একটু চিন্তা করলেই আমরা দেখতে পাই যে একটু নিজের ইচ্ছা থাকলেই আমরা ব্যবসা শুরু করতে পারি । এই চাকরির পেছন পেছন না ছুটে সময় নষ্ট না করে ।
আমাদের সমাজে ব্যবসা কে ভাল চোখে দেখা হয় না। কারণ -
• উন্নতি আস্তে আস্তে হয়
• টাকা পয়সা হাতে কম থাকে
• ধার তেমন পাওয়া যায় না
• খাটাখাটনি হয় খুব বেশি
• সামাজিকতা
• পরিবারকে সময় দেয়া কষ্টকর
এরকম আরও অনেক কারণ ।
একটা ছোট ব্যবসা থেকেই যে বড় কিছুর সৃষ্টি হয় সেটা আমরা বুজতে চাই না ।
সরকার এ ব্যপারে উদক্তাদের সবরকম সাহায্যের কথা বললেও সেরকম সাহায্য আমরা কখনই পাই নাই। আরও আছে বিভিন্ন প্রতিবন্ধকতা । যা মাদের কে সব সময় নিরাশ হতে বাধ্য করে ।
চলবে .......
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।