আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশ এর চাকরি আর বেকার সমস্যা (৫)

যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে.

১ম পোস্ট Click This Link ২য় পোস্ট Click This Link ৩য় পোস্ট Click This Link ৪ নং পোস্ট Click This Link প্রতি বছর বি সি এস পরিক্ষা হয় । আর এই পরিক্ষার এর জন্য লাখ লাগ ক্যাণ্ডিডেট অংশগ্রহণ করে । কিন্তু চাকরির সুযোগ পায় সিমীত সংখ্যক । আর বাকিরা পরের বছর এর জন্য পড়াশুনা করতে থাকে । এভাবেই চলছে ।

বি সি এস এ না টিকলে তাদের খুব হতাশ দেখা যায় । আমি যতটুকু দেখেছি তাতে আমার মনে হয়েছে শহরের থেকে মফসল এর অথবা গ্রামগঙ্গের ছেলে মেয়েরাই এতে বেশি অংশগ্রহণ করে । এটার কিছু কারণ ও থাকতে পারে । হ্যা, সেটা হল বিয়াশাদির সময় । যদি পাত্রী পক্ষ দেখে যে ছেলে বি সি এস ক্যাডার তাহলে মেয়ে দিতে তারা এক পায়ে খাড়া ।

ছেলে কেমন, পরিবার কেমন সেটা কথা না । আসল কথা ছেলে সরকারি চাকরি করে । তাতেই হবে । বছর এর বছর ধরে যেই ছেলেটা এতটা সময় নষ্ট করল এটা সে অন্ন কাজে ব্যায় করতে পারত । বেকার সমস্যা এভাবেই আমাদের সমাজে ধিরে ধিরে প্রকট হচ্ছে ।

সেই ব্রিটিশ আমল থেকে চলে আশা পদ্ধতি আমরা এখন বহাল রেখেছি । কিন্তু একটু চিন্তা করলেই আমরা দেখতে পাই যে একটু নিজের ইচ্ছা থাকলেই আমরা ব্যবসা শুরু করতে পারি । এই চাকরির পেছন পেছন না ছুটে সময় নষ্ট না করে । আমাদের সমাজে ব্যবসা কে ভাল চোখে দেখা হয় না। কারণ - • উন্নতি আস্তে আস্তে হয় • টাকা পয়সা হাতে কম থাকে • ধার তেমন পাওয়া যায় না • খাটাখাটনি হয় খুব বেশি • সামাজিকতা • পরিবারকে সময় দেয়া কষ্টকর এরকম আরও অনেক কারণ ।

একটা ছোট ব্যবসা থেকেই যে বড় কিছুর সৃষ্টি হয় সেটা আমরা বুজতে চাই না । সরকার এ ব্যপারে উদক্তাদের সবরকম সাহায্যের কথা বললেও সেরকম সাহায্য আমরা কখনই পাই নাই। আরও আছে বিভিন্ন প্রতিবন্ধকতা । যা মাদের কে সব সময় নিরাশ হতে বাধ্য করে । চলবে .......


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.