আমাদের কথা খুঁজে নিন

   

জেমস এর বাংলাদেশ গান টা শুনছেন তো??? না শুনলে এখনই শুনেন । সাথে পলাশির প্রান্তর এর লিংক টাও দিলাম

ফুলটাইম ক্রুয়েল জোকার, পার্ট টাইম সিরিয়াস

এই গানটা অনেক আগে লেখা, সম্ভবত ২০০০ সালে রিলিজ পাইছিল। পিয়ানো অ্যালবামের গান। পলাশির প্রান্তর এর লিংক পোস্টের শেষে দেয়া। দুটা গান ডাউনলোডান। আগে পলাশির প্রান্তর টা শুনেন।

তারপর বাংলাদেশ টা শুনেন। দেখবেন ইতিহাসের সিকুয়াল বলে মনে হবে বাংলাদেশ গানটা আমার কাছে জাতীয় সংগীতের মতোই ভালো লাগে । অবাক হইয়েন না । এই গানে স্বাধীনতা আর তার পরবরর্তী সময়কালের কথা খুব অল্পকথায়, গুছিয়ে বলা হয়েছে। প্রিন্স মাহমুদের অসাধারণ কথা, আর জেমস এর গাওয়া।

তাহলে শুনে দেখেন। আর কেমন লাগলো জানাবেন। অ্যালবাম: পিয়ানো কথা ও সুর : প্রিন্স মাহমুদ। ডাউনলোড লিংক: এইখানে ক্লিক দেন লিরিক্স: তুমি মিশ্রিত লগ্ন, মাধুরীর , জলে ভেজা কবিতায় আছো সারওয়ার্দি, শেরেবাংলা ভাসানির শেষ ইচ্ছায় তুমি বঙ্গবন্ধুর রক্তে আগুন জ্বলা জ্বালাময়ী সে ভাষণ তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার স্বপন। তুমি ছেলে হারা মা জাহানারা ইমামের "একাত্তরের দিনগুলি" তুমি জসীমউদ্দীনের "নক্শী কাথার মাঠ" মুঠো মুঠো সোনার ধুলি।

তুমি ত্রিশ কিমবা তার অধিক লাখো শহীদের প্রাণ। তুমি শহীদ মিনারে প্রভাত ফেরীর , ভাই হারা "একুশের গান"। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি । জন্ম দিয়েছো তুমি মাগো, তাই তোমায় ভালোবাসি। আমার প্রাণের বাংলা, আমি তোমায় ভালোবাসি ।

প্রাণের প্রিয় মা তোকে , বড় বেশি ভালোবাসি। তুমি কবি নজরুলের বিদ্রোহী কবিতা, "উন্নত মম শির"। তুমি রক্তের কালিতে লেখা নাম "সাত শ্রেষ্ঠ বীর"। তুমি "সুরের পাখি" আব্বাসের দরদ ভরা সেই গান। তুমি আব্দুল আলিমের সর্বনাশা "পদ্মা নদীর টান"।

তুমি সুফিয়া কামালের কাব্য ভাষায় নারীর অধিকার। তুমি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শাণিত ছুরির ধার। তুমি জয়নুল আবেদিন, এস. এম. সুলতানের রং তুলির আচর। শহীদুল্লাহ কায়সার, মুনীর চৌধুরির নতুন দেখা সেই ভোর। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি ।

জন্ম দিয়েছো তুমি মাগো, তাই তোমায় ভালোবাসি। আমার প্রাণের বাংলা, আমি তোমায় ভালোবাসি । প্রাণের প্রিয় মাগো তোকে , বড় বেশি ভালোবাসি। তুমি মিশ্রিত লগ্ন, মাধুরীর , জলে ভেজা কবিতায় তুমি বাঙালির গর্ব , বাঙালির প্রেম , প্রথম ও শেষ ছোয়ায়। তুমি বঙ্গবন্ধুর রক্তে আগুন জ্বলা জ্বালাময়ী সে ভাষণ তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার স্বপন।

তুমি একটি ফুলকে বাচাবো বলে - বেজে ওঠো সুমধুর। তুমি রাগে অনুরাগে, মুক্তি সংগ্রামে সোনাঝরা সেই রোদ্দুর। তুমি প্রতিটি পঙ্গু মুক্তিযোদ্ধার অভিমানের সংসরার। তুমি ক্রন্দন, তুমি হাসি, তুমি জাগ্রত শহীদ মিনার। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি ।

জন্ম দিয়েছো তুমি মাগো, তাই তোমায় ভালোবাসি। আমার প্রাণের বাংলা, আমি তোমায় ভালোবাসি । প্রাণের প্রিয় মাগো তোকে , বড় বেশি ভালোবাসি। যারা শোনেন নাই, শুনে দেখেন, অনেক ভালো লাগবে। আর এই নেন আরেকটা গান জেমসের।

পলাশির প্রান্তর - জেমস এটা খানিকটা রক ধাচের । তবে লিরিক্স বুঝতে সমস্যা হবে । পুরা হিস্টোরি আছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।