ধরে নিলাম ডেস্টিনি বৈধ উপায়ে ব্যবসা করে। কোন মানুষ ঠকায় না (লিখতেও হাসি পাচ্ছে)। ধরে নেই আমাদের আবুল ভাইয়ের একটা বিজনেস সেন্টার আছে। ডেস্টিনির হিসাবমত আবুল ভাই এর টিম যদি প্রতি সপ্তাহে ১ সাইকেল পন্য বিক্রয় করতে পারে তবেই আবুল ভাই মাসে ৫০৪০০ টাকা আয় করতে পারবেন। আমরা আবুল ভাইয়ের ১ সাইকেল পুরনের হিসাব দেখি।
ব্যাস, ১ সপ্তাহে ১ সাইকেল পন্য বিক্রয় সম্পন্ন। মোট জনবল প্রয়োজন ৪৩ জন। যার মধ্যে ২৪ জন কোন কমিশন পাবে না। তারা শুধুমাত্র ভাল কোয়ালিটির পন্য (!!!!) কিনে ধন্য হবে। এই টোটাল লেনদেনে কত টাকা যুক্ত ছিল? ধরে নিলাম ডেস্টিনির সবচেয়ে কম দামের বেশি পিভির পন্য বিক্রি হয়েছে।
সেটা ৬০০০ টাকা দাম। ৫০০ পিভি। তাহলে ২১০০০ পিভির জন্য পন্য বিক্রয় করতে হবে ২৫২০০০ টাকার। মাত্র ১ সপ্তাহে ২৫২০০০ টাকার পন্য কিনতে হবে ৪২ জন বা তার চেয়ে কম মানুষের (একজন যদি একাধিক পন্য কেনে)। প্রতি জনের ভাগে গড়ে ৬০০০ টাকা করে।
বাংলাদেশের কত % মানুষ প্রতি সপ্তাহে ৬০০০ টাকা খরচ করে আজাইরা (ফুট মেসেজার, নাইজেলা ক্যাপসুল, গোলাপের চাটনি....) জিনিষ কেনার সামর্থ্য রাখে সেটা বিচারের ভার আপনাদের উপর।
এবার আসি কমিশনের হিসাবে। চার্ট দেখে বিভ্রান্ত হবেন না। কারন ১ সাইকেল পন্য বিক্রয়ে ডেস্টিনির লাভ ১১৯৩২৫ টাকার বিপরীতে ১২৬০০ টাকা কমিশন! আসলে ইহা সত্য নয়। প্রতিটি বিক্রয়েই অন্যরা কমিশন পাবে।
তাহলে তারা কোথায়? আসেন, সেই হিসাবও করি। ধরলাম আবুল ভাইয়ের বিজনেস সেন্টার ১, তাহলে পরবর্তী বিজনেস সেন্টারগুলো ২, ৩,৪ এভাবে ধরলে...
তাইলে ডেস্টিনির টোটাল লাভ (১১৯৩২৫-১২৬০০-১০৮০০-৭২০০-৪৮০০)= ৮৩৯২৫ টাকা। খাইছে আমারে।
একটু হিসাব করি তো। ডেস্টিনির মোট কতটা বিজনেস সেন্টার! ডেস্টিনির হিসাবে সর্বমোট ৮১৯০ জন পরিবেশকের অধীনে ১৬৩৮০ জন ভোক্তা থাকে।
তাহলে বাইনারী সিস্টেমে সবকিছু ঠিকভাবে চললে- ২০৯৭১৫২ জন পরিবেশকের আন্ডারে ৪১৯৪৩০৩ জন ভোক্তা থাকবে। ডেস্টিনির যেহেতু ৩৪০০০০০ সদস্য, ধরে নেই বিজনেস সেন্টার ২০০০০০। এই ২০০০০০ ও হিসাবে ধরলাম না। ওদের পিএসডি আছে ২০০০। ধরি শুধুমাত্র এই ২০০০ সদস্যর সপ্তাহে সাইকেল পুরন হয়।
তহলে এই ২০০০ সেন্টার হিসাব করলে পাব-
ডেস্টিনির লাভ: ১৬,৭৮৫০০০০
টোটাল টাকা লেনদেন: ৫০,৪০০০০০০
ডেস্টিনির সদস্য ভাইজানেরা একটু বলবেন কি, খালি (৩৪০০০০০ লাখের মধ্যে ২০০০) .০৫৯% লোকের টার্গেটে পৌছানোর জন্য প্রতি সপ্তাহে লেনদেন হয় ৫০ কোটি ৪০ লাখ টাকার উপরে। আবারও বলছি, প্রতি সপ্তাহে লেন দেন হয় ৫০ কোটি ৪০ লাখ টাকার উপরে। বাংলাদেশের মুদ্রা বাজারে এই টাকাগুলা কোথা থেকে আসে? আপনারা কি টাকা জন্ম দেন?
ধরে নিলাম আপনার সত্যি সত্যি এত টাকার পন্য বিক্রি করতে পারছেন। তাহলে প্রতি সপ্তাহেই আপনাদের নতুন বিজনেস সেন্টার খোলা হচ্ছে (২০০০*৪২) বা ৮৪০০০। সপ্তাহে ৮৪০০০ করে বিজনেস সেন্টার খুলে ১০ বছরে আপনাদের সদস্য সংখ্যা ৪০০০০০০।
প্রতি সপ্তাহে যেখানে আপনাদের সদস্য সংখ্যা বারতেছে প্রায় এক লাখ করে সেখানে আপনাদের সদস্য সংখ্যা এক কোটি হতে মাত্র ১০০ সপ্তাহ লাগার কথা।
স্বীকারোক্তি:আমি অংকে কোন কালেই ভাল ছিলাম না। তবুও এই হিসাবটা করার চেষ্টা করেছি। ভুল হলে শুধরে দিবেন আশাকরি।
বি:দ্র: কিছু তথ্য আপডেটিত হল।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।