আমি বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি একা... চির উন্নত মম শীর
উত্তরঃ
আমরা জানি,
একাত্তরে বাংলার জনসংখ্যা = ৭.৫ কোটি,
পাক বাহিনী আত্মসমর্পণ করে = ৯২ হাজার,
মুক্তিযুদ্ধ হয়েছে = ২৬৬ দিন,
এবার একটু ক্যালকুলেটর নিয়ে বসি,
যদি,
শহীদের সংখ্যা ৩ লক্ষ,
তাহলে পাক বাহিনীর প্রতি সদস্য কে প্রতিদিন মারতে হবে = (৩ লক্ষ/ ৯২ হাজার) X ২৬৬ দিন = ৮৬৭.৩৯ জন কে।
যদি,
শহীদের সংখ্যা ৩০ লক্ষ,
তাহলে পাক বাহিনীর প্রতি সদস্য কে প্রতিদিন মারতে হবে = (৩০ লক্ষ/ ৯২ হাজার) X ২৬৬ দিন = ৮৬৭৩.৯ জন কে।
এবার একটু লক্ষ্য করুন
ওয়ার্ল্ড পপুলেশন ডাটা শিট অনুযায়ী প্রতিদিন আমাদের দেশে মানুষ মারা যায় = ৪১২১.৭ জন।
এবার আপনাকে একটা প্রশ্ন করি জনাব,
একাত্তরে পাক হানাদার বাহিনী বাংলাদেশে কি যুদ্ধ করতে এসেছিলো ? না কি হাডুডু খেলতে ?
এখন আমাদের দেশে আর যাই হোক যুদ্ধ হচ্ছে না, তবু প্রতিদিন চার হাজার মানুষ মারা যাচ্ছে
আর একাত্তরে পৃথিবীতে শ্রেষ্ঠ বলে দাবিদার পাক বাহিনী প্রতিদিন মাত্র ৮৬৭ করে মানুষ মারতো? ৮৬৭৩ ও...তো অনেক কম বলে মনে হচ্ছে।
সুতরাং সন্দেহাতীত ভাবে প্রমাণিত হল যে একাত্তরে যদি আসলেই কোন যুদ্ধ হয়ে থাকে, তাহলে সেখানে শহীদের সংখ্যা মোটেও তিন লাখ নয় বরং তিরিশ লাখেরও অনেক বেশী।
(প্রমাণিত)
ত্রুটি একঃ
একটা কথা, একটু ভেবেছেন;
আমরা অংক করার সময় যেসব পাক আর্মি এদেশে মারা গিয়েছিল তাদের হিসাব করি নাই,
ওরাও নিশ্চয়ই কিছু বাঙ্গালীদের নিশ্চিত ভাবে মারতে পেরেছিলো (তাহলে এটা তো নিশ্চিত সৈনিক সংখ্যা ৯২ হাজারের বেশী হওয়ার কথা)
ত্রুটি দুইঃ
আরেকটা কথা,
আমরা যে রাজাকার আলবদর কিংবা বিহারীদের হিসাবই করি নাই,
অথচ ওরা যে হাজার হাজার মানুষ মেরেছিলো সেই বিষয়ে তো সন্দেহ নাই।
এবার আপনারা বলেন ত্রুটি দুটি দূর করা হলে হিসাব তিন লাখের দিকে যায়
নাকি তিরিশ লাখের দিকে?
এই লেখাটা আমার জন্য একটা অপমান জনক লেখা, তবু লিখতে হচ্ছে কারণ এই দেশে এখনও অনেক মানুষ আছেন যারা
"......নয় মাসে তিরিশ লাখ মানুষ মারা অসম্ভব......"
"......থ্রি লাখ বলতে গিয়ে থ্রি মিলিয়ন বলে ফেলেছে......"
-নীতিতে
বিশ্বাস করে। এদের সামনে আপনি যতই প্রমাণ উপস্থাপন করেন। এরা অস্বীকার করবে।
তবে সত্য, তা তো সবসময়ই প্রতিষ্ঠিত।
"বাতাসের হিমে তিরিশ লক্ষ শহীদের করতল
জনপদ জুড়ে হাওয়ার কোরাসে আহ্বান অবিচল;
আমাদের বুকে রৌদ্র লিখেছে নিহতজনের নাম
গণহত্যার বিচার করবো, প্রতিজ্ঞা করলাম..."
জয় বাংলা... জয় বাংলা... জয় বাংলা...
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।