আমার এক বন্ধু ঐতিহ্যবাহী ঢাকা কলেজের ছাত্র। একদিন গল্পে গল্পে খুব গর্ভের সাথে সে আমাকে বলছিল। দোস্ত উত্তরা থেকে ঢাকা কলেজে কিভাবে আসলাম জানিস? আমি বললাম কিভাবে সে আমাকে জানালো বাসের কন্টাক্টারকে বললাম মামা ঢাকা কলেজ একটা টিকিট কেটে নিয়ে আয়। কন্টাক্টার প্রথমে যেতে চায় নাই পরে খুব গরম দেয়ার পর বলল ঠিক আছে আপনার টিকিট লাগবে না। পরে আমি বাসে আসলাম ফ্রি এবং আসার সময় বাসের কন্টাক্টারের কাছে থেকে আরো ১০ টাকা নিয়ে আসলাম রিক্সা ভাড়া বাবদ।
আমি ১৫ দিন হলো সিঙ্গাপুরে এসেছি। এখানে এসে যে নিয়ম কানুন দেখেছি এবং এখানকার মানুষের আইনের প্রতি যে শ্রদ্ধা দেখেছি তা আমি নিজেও বিশ্বাস করতে পারছি না। আমার মনে বার বার প্রশ্ন জেগেছে এরা কোথায় আর আমরা কোথায়। কয়েকটা উদাহরন দিলে বুঝবেন। যেমন ধরেন কেউ রাস্তা পার হতে চায় এবং রাস্তা সম্পুর্ণ ফাকা তারপরও তারা রাস্তা পার হবে না যতক্ষন না সিগনাল না পড়ে।
আবার ধরেন কেউ MRT ট্রেন এ যাতায়াত করছে সে ইচ্ছা করলে কার্ড পাঞ্চ না করেও চলে যেতে পারে কিন্তু তা তারা কখনো যাবে না। আবার ধরুন কার্ডে ব্যালেন্স নাই সে ইচ্ছা করলে কম দুরুত্তের টিকিট কিনে বেশী দূর যাইতে পারে কিন্তু আমি দেখেছি তারা যদি কোন কারনে বেশী দূর চলে আসে তাহলে তারা টেন থেকে নেমে অতিরিক্ত ভাড়া দিয়ে যায়।
আবার ধরেন আপনি অনেক মুল্যবান জিনিস পাতি নিয়ে রাত ৩ টার সময় কোথাও যাচ্ছেন। আপনাকে কেউ কিছু বলবে না মানে আপনার ১০০% সিকুরিটি আছে।
এসব কিছু দেখে আমি একদিন আমার বড় ভাইকে বলেছিলাম আচ্ছা ভাই এখানে ঢাকা কলেজ তেজগাও কলেজের মত কোন কলেজ নাই।
তার উত্তরে ভাই একটু মুচকি হাসি দিয়ে বলেছিল। আছে কিন্তু এরা আইনকে খুব বেশী শ্রদ্ধা করে এবং দেশকে খুব বেশী ভালবাসে। তখন আমার বার বার মনে হয়েছে আমার দেশ এরকম হবে কবে? আর কতদিন সেই স্বপ্ন বাস্তবে রুপ নিবে।
বি-দ্রঃ আমি শুধু কলেজের কথা এই জন্য বলেছি যে ভাড়া দেয়ার ব্যাপারে তারা খুব খুব কৃপণতা প্রদর্শন করে এমনকি ৩৬ নম্বর বাসের বেলায়ও।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।