আমাদের কথা খুঁজে নিন

   

চেয়েছি হাত অনলে


চেয়েছি হাত অনলে সরসিজ আলীম আমরা হয়তো রাখতে চেয়েছি হাত অনলে, আর সাপেদের লেজে পা। আমরা শিখেছি দূরন্ত রাখালের বাঁশিটি, আমরা ধরেছি হাত এক দুপুরের নদিতে ভাসিয়েছি সাঁতার এপার ওপার। আমরা পাড়ার ছেলেরা সন্ধ্যেগুলোকে ঢুকিয়ে দিয়েছি মায়েদের চোখের ভেতর, মায়েদের চোখ উঠে যায় কপালে, মায়েরা সব ঘরে ঘরে হারিকেনের আলো, ভেজা চোখ গড়ায় রাতের বাতাসে। কার্ল মার্কস সাগরে ভেসে সাঁতার শিখাচ্ছে তাহার ছাত্রদের, আগুনে নেমে আগুনের পথ পাড়ি দিতে শেখাচ্ছে কার্ল মার্কস তার প্রিয় ছাত্রদের। মেয়েটির হাতে হাত রেখে এক সাগর অপর সাগর সাঁতার দিয়ে পাড়ি দেবার শপথ করি বারবার, আগুনের পথ পাড়ি দেবার শপথ করি বারবার।

কমরেড লেনিনকে আমরা সমাহিত করেছি, কমরেড মাও জে দঙ দেওয়ালের পোস্টার থেকে নেমে এসে সপ্ত সাগর পাড়ি দেয়, পথে পথে আগুনের ব্যারিকেট ভেঙে ফেলে। নকশাল চারু মজুমদারের বেশ ভুল হ’য়ে যায়, কমরেড সিরাজ শিকদারের খানিক ভুল হ’য়ে যায়। তবু আমরা বেশ বুঝতে পারি চারু বাবু তোমার উঠোনে গল্প ক’রে যান, সিরাজ শিকদার তোমার বালবাচ্চার খবর নিয়ে যান, কমরেড হাত নেড়ে যান আমার দিকে সবার দিকে। আমরা হয়তো রাখতে চেয়েছি হাত অনলে, আর সাপেদের লেজে পা। ১৩.০৮.২০১০, ঢাকা।


 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।