যেন এ এক পুরান খেলা । ধুলো ওড়ে, মাটির পথে।জেনো তুমি,আমি হাটি এই পথে তোমাকে যতবার চেয়েছি, তুমি হারায়ে গেছো; চোখের মণি,অক্ষিকোটরের জ্বালা হয়েছে আমার নিত্য সংগী । তোমাকে যতবার ভেবেছি, তুমি ভেবে নিয়েছো আর কিছুকাল অপেক্ষা আর কিছু গান, আর কিছু চিঠির লাইন, আর কিছু সময়, তুমি নিজের করে নিয়েছো। তোমাকে চেয়েছি নক্ষত্র জোড়ায়, তুমি ভেবেছো সবই গহবরে ডুবে যাওয়া স্নিগ্ধ সকাল, গোধুলির হলদেটে বিকাল। আমি তোমায় চেয়েছি, তোমায় ভেবেছি, তুমি না হয় আর কিছুকাল না মহাকাল, না অনন্তকাল আর কিছু প্রহর আমায় চেতে.......
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।