যানজট কমাতে স্কুল বন্ধ, বিদ্যুৎ বাচাতে সি.এন.জি. ষ্টেশন বন্ধ, ভালো ভাবে দেশ চালাতে আর কি কি বন্ধ হওয়া উচিৎ বলে মনে হয়..!!!???
আমার একটি বিদ্যুৎ নিয়ে লেখা পুষ্টে একজনের মন্তব্য," আমরা আছি কোথায়, আর যাচ্ছি বা কোথায়?"
এর উত্তরে আমরা যদি একটু ভিজুয়ালাইজেশন করি যে, আমরা পানির নিচে ডুবে আছি.. চেষ্টা করছি উপরে উঠতে কারন দম শেষ হয়ে আসছে, কিন্তু পারছি না,চলে যাচ্ছি পানির অতল গভীরে!।এর ফলাফল কি হতে পারে তা বলার অপেক্ষা রাখে না।
আগে শুনলাম ১০ রমজানের পরে শিক্ষা প্রতিষ্ঠান গুলো বন্ধ করে দেয়া হবে, কারন যানজট নিরসন। আবার শুনলাম আগামী শনিবার থেকেই বন্ধ করে দেয়া হচ্ছে।
আর একটি খবর ১৬ ই আগষ্ট থেকে সি.এন.জি. ষ্টেশন বন্ধ রাখতে হবে প্রতিদিন বিকাল ৩ টা থেকে রাত্রি ৯ টা পর্যন্ত।
এভাবে আর কি কি বন্ধ রাখলে দেশ তথা ঢাকা শহর যানজট মুক্ত এবং লোডশেডিং মুক্ত রাখা যাবে বলে মনে হয়?
একটু সবাই ভিজুয়ালাইজেশন করবেন কি?
আমার মতে রমজানের পুরো ১ মাসই যদি দেশের সব কিছু মানে শিক্ষা, আর্থিক, শিল্প কারখানা সহ সকল প্রতিষ্ঠান। তাহলে কেমন হতো !!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।