আমাদের কথা খুঁজে নিন

   

ছুটি বিড়ম্বনা

কাজের মাঝে ডুবে থাকা একজন মানুষ

"ছুটি ছুটি ছুটি ১৪ আগস্ট থেকে সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় ছুটি শুরু" অনেকেরই নজর কেড়েছে। এ প্রসঙগে আমি বলতে চাই- সরকার সবসময়ই সার্বিক বিষয় নিয়ে চিন্তা করে। ঢাকা শহরে যেখানে শতকরা ৮০ ভাগ (আনুমানিক) মানুষ ঈদ উদযাপনের জন্য নিজ জেলায় যায়, সেখানে তাদের সুবিধা/অসুবিধা প্রাধান্য পাবেই। উল্লেখিত শিরোনামের জন্য যারা মন্তব্য লিখেছেন তাদের অভিনন্দন জানাচ্ছি। তবে আপনিও একবার ঐ রকম জেলার বাসিন্দা হয়ে ভাবুন...।

তখন বুঝবেন, সরকার ঠিক করছে, না ভুল? ধরুন, আপনি রংপুর জেলার বাসিন্দা। সরকারী একটা চাকুরী বা শিক্ষকতা বা অন্য যে কোন একটি পেশাদারী দায়িত্ব পালনের জন্য ঢাকায় থাকছেন। ২/৩দিন একটানা ছুটির ঘনঘটা আসলে আপনিও ছুটি যাবেন নিজ জেলায়। আর এ যাবার ব্যাপারে আমাদের দেশের পরিবহনের ব্যবস্থা এ রকম...। একটানা ৩দিন ছুটি।

রংপুর গামী যত সংখ্যক বাস ঢাকা ছেড়ে চলে যায় তার কোনটিতেও সিট নেই। আপনার যাবার সামর্থ্য আছে কিন্তু যেতে পারছেন না। ছুটির মধুর সময়টি পরিবারের সাথে কাটাতে পারছেন না। নিজ জেলায় যদি বাবা/মা/স্ত্রী/সন্তান থাকে, তাদের মুখ দর্শন হচ্ছে না। তখন আপনার কেমন লাগবে? আসলে বাস্তবটা এরকম।

২/৩দিন ছুটি হলেই দূর পাল্লার বাসগুলোর সিট মেলানো যায় না। এক সপ্তাহ আগে টিকিট নিশ্চিত করতে হয়। আর ঈদের ছুটি বলে কথা। ট্রেনের কথা নাই বা বললাম। আমি শিক্ষা মন্ত্রণালয়ের এমন সিদ্ধান্তকে স্বাগত জানাই।

তবে এখানে উল্লেখ করার মত একটি ব্যাপার রয়েছে। তা হল- কিছু প্রতিষ্ঠান তাদের নিজেদের মত করে পরিচালনা করে। এরা না বুঝতে চায় সরকারের কথা, না বুঝতে চায় ভুক্তভোগীদের কথা। যেমন: কলেজিয়েট স্কুল, কিছু কিন্ডার গার্টেন...। ।

এসব প্রতিষ্ঠান প্রধানরা তাদের ম্যানপাওয়ার খাটাতে পারলেই যেন তৃপ্তি পায়। এদের ধোলাই করা দরকার। এবার বলি, অফিস পাড়ার কথা। অফিস তো চলতেই হবে। ছুটি যদি আগেই হয় তাহলে অফিস কর্মকর্তা/কর্মচারীর পরিবারের লোকজন তো আগেই নিজে জেলায় যেতে পারছে।

কর্মকর্তা/কর্মচারী বেচারা না হয় পরেই গেল। ভার্সিটির স্টুডেন্টরা যে কোন পরিবেশ পরিস্থিতিতে জার্নি করতে পারে। সুতরাং তাদের ছুটিও সমস্যা নয়। আসুন সবাই সরকারী সিদ্ধান্ত কে স্বাগত জানিয়ে ঢাকা শহরে শিক্ষা প্রতিষ্ঠান ছুটি ঘোষণা বাস্তবায়ন করি। ছোট ছোট শিক্ষার্থীদের দুৰসহ যানজট থেকে রক্ষা করি।

তাদের মনে "শিক্ষা মানে আনন্দ" কথাটি দৃশ্যমান করে রাখি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.