আমাদের কথা খুঁজে নিন

   

প্রথম তারাবি-সেহরীতে লোডশেডিং পাইছি, দোয়া রাইখেন যেন ইফতারীতেও লোডশেডিং পাই

হতাশা আর দু;খ ব্যাথা যাদের দেখে থমকে দাঁড়ায় আজকে তাদের খুব প্রয়োজন, বিশ্ব এসে দু হাত বাড়ায়।

দেশ তুমুল গতিতে এগিয়ে যাচ্ছে। আগে এক ঘন্টা লোডশেডিং হইতো, এখন ৮-১০ ঘন্টা হচ্ছে। আগে শুধু দিনে হত, এখন গভীর রাতেও লোডশেডিং। মাহে রমজানের পবিত্র ক্ষনে সরকারের বাড়তি অনুদান হিসাবে এসেছে বাড়তি লোডশেডিং।

কাল প্রথম তারাবিতে আমাদের মসজিদের মুসল্লিরা লোডশেডিং পাইছে, ভোর রাতে সেহরী খেতে উঠেও পাইছি। মাঝখানে মাত্র আর দুবার লোডশেডিং ছিল আধা ঘন্টা করে। কাজেই ঘুমও খুব ভালো হইছে। রোজাদার ব্লগার ভাইদের দোয়া চাই, এই বিশেষ সরকারী রহমত যেন ইফতারিতেও পাই। এরকম ভাল জিনিস থেকে যেন বঞ্চিত না হই।

অবশ্য আপনারা হিংসা করে দোয়া না করলেও মনে হয় ঠেকাতে পারবেন না। যে অবস্থা চলছে তাতে লোডশেডিং এর বিশেষ রহমত ইফতারি তেও পাওয়ার কথা। দেখা যাক, কি হয়?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।