আমাদের কথা খুঁজে নিন

   

নিলামে কুমারিত্ব বিক্রি করা মিস স্প্রিং এর বক্তব্যঃ 'পরিত্রাতা চেয়েছিলাম, স্বামী নয়'

ভাবনারা মাথার ভিতর অবিরত তুলছে ঢেউ
কোনো কারণে মায়ের মালিকানা থেকে নিজেদের বাড়িটি হাতছাড়া হয়ে যাচ্ছিল। সেটাকে রক্ষার উদ্দেশ্যে তাই নিজের কুমারিত্ব নিলামে তুলেছিল হাঙ্গেরির ১৭ বছরের মেয়েটি। নিলামে অংশ নিয়ে এক লাখ ৫৮ হাজার ডলার দাম হেঁকে এক ব্রিটিশ ব্যবসায়ী জিতে নেন ওই ডাক। কিন্তু মেয়েটি তাঁর ডাক ফিরিয়ে দিয়েছে কারণ, ভদ্রলোক তাঁকে বিয়ে করার প্রস্তাব দিয়েছেন। মেয়েটি বলেছে, 'আমি একজন পরিত্রাতা চেয়েছিলাম, স্বামী নয়।

' চলতি সপ্তাহে নতুন করে তার কুমারিত্বের নিলাম ডাকা হচ্ছে। তবে আগের ওয়েবসাইটে নয়। এবার নিলাম হবে হাঙ্গেরির 'টাবু' নামের একটি টেলিভিশন চ্যানেলে। বাড়ি রক্ষার জন্য অর্থ সংগ্রহের উদ্দেশ্যে মেয়েটি 'মিস স্প্রিং' নামে নিজের কুমারিত্ব নিলামে তোলার ঘোষণা দেয় একটি ব্লগে। এতে সে আশাতীত সাড়া পায়।

পরে ই-বে নামের অনলাইনের নিলাম সাইটে নিলাম অনুষ্ঠিত হয়। নতুন নিলাম সম্পর্কে স্প্রিং জানায়, তার কোনো ছেলেবন্ধু নেই। স্বামী নয়, তাদের পরিবারকে বিপদের হাত থেকে রক্ষার জন্য একজন পরিত্রাতা খুঁজছিল সে। স্প্রিং বলেছে, 'আমি এতে দোষের কিছু দেখি না। এটা তো মাত্র একরাতের ব্যাপার।

আমি মনে করি ব্যাপারটা বেশ রোমান্টিক হবে। কারণ যিনি টাকাটা দিচ্ছেন তিনি আমাদের পরিবারকে সাহায্য করছেন। আমাদের গৃহহীন হওয়ার হাত থেকে বাঁচাবেন। ' সে আরো বলেছে, 'ব্রিটিশ ভদ্রলোকের প্রস্তাব ফিরিয়ে দিয়েছি, কারণ তিনি আরো বেশি দূর যেতে চান। আমি স্বামী খুঁজছি না, আমি শুধু আমার পরিবারকে সাহায্য করতে চাইছি।

' স্প্রিং জানায়, বিষয়টি নিয়ে প্রথমে ব্লগে লেখার পর শত শত মানুষের কাছ থেকে সাড়া পাওয়া গেছে। সবটাই হচ্ছিল মায়ের অগোচরে। তবে, তার মা যখন বিষয়টি জানতে পারলেন তখন খুব কষ্ট পেয়েছিলেন। মা তাকে এ কাজ করতে নিষেধ করেছেন। সে বলেছে, 'কিন্তু আমরা আসন্ন বিপদ থেকে কীভাবে রক্ষা পাব?' স্প্রিংয়ের কুমারিত্ব নিলামে তোলার বিষয়টি মিডিয়ায় চলে এলে কেউ কেউ তাকে 'নিজেই নিজের সর্বনাশকারী' আবার কেউ 'বাজে মেয়ে' অভিহিত করছেন।

স্প্রিং বলেছে, 'আমি এসবের কিছুই নই। আমি একটা মেয়ে মাত্র। আমি একটা সুন্দর ভবিষ্যত চাই। নিজের পরিবারের দেখাশোনা করতে চাই। ' সূত্র : অরেঞ্জ, হেরাল্ড সান।

কালেরকন্ঠ
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।