আমাদের কথা খুঁজে নিন

   

বোকামন কথোপকথন-১

স্বার্থপরতার নাম যদি হয় চালাকি - থাকতে চাই বোকা, করতে চাই বোকামি।“বোকামন” কখনো বৃদ্ধ, কখনো শিশু আবার কখনো যুবক .... (আমি বোকামনের হয়ে লিখছি ! তাই সাহিত্যের শিল্পগুন-মান হীন পোস্টগুলোর জন্য ক্ষমাপ্রার্থী) জীবনের দেয়ালে প্রতিনিয়ত চিকা মেরে যাচ্ছি আত্মার মূলদ বিজ্ঞতা তুষার নিথর হয়েও সগৃহে ঘণ্টাধ্বনি বাজাচ্ছে আর অসদৃশ গভীরের কুশ্রী প্রাণীটি কাদামাটির প্রাসাদে দাড়িয়ে বক্তৃতা দিচ্ছে .... ওল্ডম্যান তোমার বিদ্রোহী সৌন্দর্যের জোয়ারে ভাটা লেগেছে বাজেয়াপ্ত হল তোমার সকল বিদূষক আবিষ্কার সম্পূরক প্রশ্ন না করে এবার বিদায় হও সত্যকে আলিঙ্গন করে পরিবর্তনশীল জগতের বাস্তবতা মেনে নিতেই হবে তোমাকে!!! সার্বজনীন সত্য তোমার জন্ম এবং চলে যাওয়া হরেক সাশ্রু সহানুভূতি জাগাবে জাগতিক নিয়ম বিস্মরণে লাভ নেই - প্রাগুক্ত যাতনা বাড়াবেই বিষাক্ত ঝলকানি যোগাযোগ সম্পূর্ণ করবে পরাবাস্তবের ঠিকানায় নবজাতক এবং তুমি সম্মুখীন আড়াআড়ি বিচলিত হবার কোন কারণ নেই, অর্থপূর্ণ স্বপ্নের বাক্যাংশ চিরনিদ্রায় শায়িত করবে তোমাকে সূর্যাস্তের মৃদু আলো ততোক্ষণে ঢেকে দিয়েছে সামগ্রিক প্রত্যাশিত আতঙ্ক !!! - একান্তই বোকামন কথোপকথন (সংক্ষিপ্ত)  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।