আমাদের কথা খুঁজে নিন

   

বোকামন কথোপকথন-২

আমার চক্ষু কেন সৌন্দর্য খুঁজে পায় না জ্যোৎস্না রাতে, কেন অপার সৌন্দর্যে অভিভূত দেখা পাইলে একথালা ভাতের !!! [আলহামদুলিল্লাহ] দুইডা চক্ষুর পিছন চক্ষু আছে চিননি মন তারে ভাবের লাগি নেশা করে ভিতরো বাহিরে আশ্বিন মাসে গান ধরে মন শোননি তাহারে চিকন চিকন পাতার লাগি বৈঠক স্নান করে বৃত্তের মাঝে বিন্দু দেখি নি:সীম কথন চলে সাগর পানি মেঘ হইলে নদীর কী গো দায় বৃষ্টি যহন ঝইড়া পড়ে মাপন’নি তারে যায় রাস্তা ধইরা চলছে মনা সঙ্গী বাহন আশা ফুরাইলে সময় ঝাঁপটি মাড়বো চল খেলি পাশা বৃক্ষ ছায়ায় আরাম পাইয়া দুনিয়া লুটবার চায় রাখি হাতে সুখের চাবি সুখ খুঁজে দেখিয়া ছবি আলোতে বাজায় মন আমার পরাণডা জুড়ায় কোনকালে হাড়ায়ছিল প্রিয় কোন জন ক্ষানিক ভাবে ক্ষানিক কাঁদে বিষম সেই নয়ন আরশি খোল পড়শি দেখো বুঝিবে দহন দুইডা চক্ষুর পিছন চক্ষু আছে বুঝছনি ওরে আমার মন @একান্তই বোকামন ভাবনা ছবিসূত্র : www  


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।