যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে.
বেকার সমস্যা আমাদের দেশ এ এক অতি বড় এক সমস্যা। বিগত কয়েক বছর এর তুলনায় বেকার সমস্যা এখন দেশ এ প্রবল আকার ধারণ করেছে । আ; লিগ যখন সরকার গঠন করে তখন তারা প্রতিশ্রুতি দিয়েছিল প্রতি ঘরে একজন করে অন্তত বেকার কে চাকরি দেয়ার। এটা কত টুকু বাস্তবায়ন তারা করতে পেরেছে / পারবে সেটা সময় ই বলে দিবে । আসুন আমরা সেই প্রসঙ্গে না যেয়ে এখন বাংলাদেশ এর চাকরি আর বেকার পরিস্থিতি নিয়া কথা বলি।
প্রথমেই আসি যত জব সাইট আছে তাদের কে দিয়ে । বাংলাদেশ এর যত জব সাইট আছে তার মধ্যে প্রথম সারির ২ টা জব সাইট এর কথা বলতে চাই। তারা যেসব চাকরির বিজ্ঞাপন দেন তাদের বেশির ভাগ পরিচত অপরিচিত প্রতিষ্ঠান । এখান থেকে যারা জব এর জন্য দরখাস্থ দেন তাদের খুব সংখ্যক লোকই সাক্ষাতকার এর জন্য ডাক পান । আবার অনেকে আছে বছর বছর দিয়ে আসছেন কিন্তু কোথাও থেকে ডাকার নাম নাই।
ডাকছে না।
কিন্তু সারা বছর সাইট গুলা বিজ্ঞাপন দিয়ে যাচ্ছে আর সবাই দরখাস্থ দিয়ে যাচ্ছে । বছর এর পর বছর । আমার কথাই বলি। আমি উক্ত সাইট থেকে অসংখ্য দরখাশ্ত দিয়েছি বিভিন্ন জায়গায়... আমি আমার প্রথম চাকরির সাক্ষাতকার পেয়েছি প্রায় ২০ টা দরখাস্থ বিভিন্ন জায়গায় দেয়ার পর ।
তারপর ওই চাকরি ছাড়ার পর আমি বেশ কিছু জায়গা থেকে ডাক পেয়েছিলাম সাক্ষাতকার এর জন্য। গিয়েছি ও। কিন্তু উক্ত প্রতিষ্ঠান যত ভালই হোক না কেন তাদের কন্ডিশন এর সাথে আমার মিলে নাই কখনই। সে জন্য শত শত দরখাস্ত দেয়ার পরও এবং সেখান থেকে কিছু কিছু ডাক পাওয়ার পর ও আমি চাকরি তে ঢুকতে পারি নাই । প্রায় ২ বছর পরে অনেক কাঠ খড় পুড়িয়ে অনেক কষ্টের পর একটা প্রতিষ্ঠান এ আমার চাকরি হয়।
কিন্তু সেটা আমি করতাম না। কারণ ছিল তাদের সম্মানি । কিন্তু পরিস্থি আমাকে সেই চাকরি করতে বাধ্য করল। যাই হোক, চাকরিটা আমি কিছু দিন করে তারপর ছেড়ে দেই ।
এবার আসুন কেন দেশ এ এত বেকার বৃদ্ধি পাচ্ছে দিন দিন এত চাকরি থাকা সত্তেও সেই প্রসঙ্গে -
• অনেক চাকরি কিন্তু পছন্দসই নাই
• সম্মানি যা দিতে চায় তা খুব কম
• প্রতিষ্ঠান গুলার এর উদাসিনতা
• মন মত চাকরি না পাওয়া
• যেই পজিসন এর জন্য প্রতিষ্ঠান লোক চেয়েছে সেখানে যোগ্য লোক না বসালে ।
• দলীয় করণ যাতে যোগ্য লোক চাকরি না পেয়ে পায় অযো্গ্য লোকেরা
• যে পজিসন এর লোক চায় সেখানে উচ্চ ডিগ্রীধারী দের চায় কিন্তু সেই পজিসন কন আহামরি না । যেমনঃ বুক শপ এর জন্য এমবিএ / সি এ ডিগ্রীধারী লোক চাওয়া হয় ।
• অভিজ্ঞতা ছাড়া চাকরি হয় না ।
এসব কারণেই বাড়ছে বেকারত্ত । পরের পোস্ট এ আরও লেখার আসা নিয়ে এখন এই পোস্ট শেষ করছি ।
চলবে...........
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।