আমাদের কথা খুঁজে নিন

   

কম্পিউটারকে সুস্থ রাখার ১২ উপায় !!

http://itmanagerblog.blogspot.com
বর্তমান সময়টাতে আপনি কি কম্পিউটারবিহীন একটি মিনিটও চিন্তা করতে পারবেন? কিংবা ইন্টারনেটবিহীন? জোর দিয়ে বলতে পারি_ পারবেন না। এমনকি এই বাংলাদেশের ছোটখাটো অফিসগুলোতেও এখন কম্পিউটার ছাড়া চলে না, ল্যান এবং ইন্টারনেটও অপরিহার্য হয়ে পড়েছে। কি নিজের কাজের জন্য, কি অফিসের কাজের জন্য অথবা আত্মীয় পরিজনদের সঙ্গে ফেসবুকে সামাজিক-যোগাযোগ রক্ষার কারেই হোক_ আমাদের প্রত্যেককেই এখন কোনো-না-কোনোভাবে ইন্টারনেটের সঙ্গে কানেক্টেড থাকতে হয়। কিন্তু মুশকিলের কথা হচ্ছে এত প্রয়োজনীয় এ যন্ত্রটিকে যতক্ষণ না আমরা আমাদের কাজে খাটাই তার চেয়ে বেশি সময় এর পেছনে নষ্ট করি একে সুস্থ রাখতে। অফিসগুলোতে কম্পিউটার ঠিক করার লোক থাকলেও ভোগান্তিটা বেশি হয় বাড়িতে যাদের কম্পিউটার আছে তাদের।

তাছাড়া হুটহাট করে কম্পিউটারে সমস্যা দেখা দিলে আপনাকে যেমন ব্যবসায় লোকশান গুনতে হতে পারে তেমনি প্রয়োজনীয় ডাটা/ফাইল হারানোর ভয়তো থাকছেই। আসলে কম্পিউটারটি এমনি এমনি ভালো থাকবে না, এর জন্য আপনাকে কিছু যত্ন-আত্তি করতে হবে। ইউজার হিসেবে আপনারই দায়িত্ব আপনার কম্পিউটারটাকে ভালো রাখা, সুস্থ রাখা। আসুন জেনে নেই কম্পিউটারকে সুস্থ রাখার ১২ উপায়_ ১. কম্পিউটারের জন্য উপযুক্ত পরিবেশ চাই ২. নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ ৩. হার্ডডিস্কটাকে নিরাপদ রাখুন ৪. নিয়মিত কম্পিউটার ডিফ্রাগমেন্ট করুন ৫. কম্পিউটারকে ভাইরাস মুক্ত রাখুন ৬. রিমুভেবল ড্রাইভের ব্যাপারে সতর্ক থাকুন ৭. ফায়ারওয়াল এবং কম্পিউটারের নিরাপত্তা ৮. সফটওয়্যার আনইন্সটল করুন মুছে দেবেন না ৯. কম্পিউটারের সমস্যটা সমাধান করার চেষ্টা করুন ১০. পাইরেটেড সফটওয়্যার ব্যবহার করবেন না ১১. ডাটা ব্যাকআপ রাখুন ১২. কম্পিউটার ধুলামুক্ত রাখুন দৈনন্দিন কম্পিউটিং নিয়ে আমার এই লেখাটা জাতীয় দৈনিক সংবাদ তার আইটি পাতায় প্রকাশ করেছে গত ২৭-০৮-২০১০ তারিখে। আমি নিশ্চিত এই সাদামাটা টিপস গুলো ছাড়াও আরো অনেক টিপস আপনাদের জানা আছে, আপনারা চাইলে পাঠকদের জন্য তা শেয়ার করতে পারেন এখানে।

এই রকম আরো কিছু সাদামাটা বিষয় নিয়ে পত্রিকায় লিখতে চাই, আপনারাই বলুন কি কি বিষয় নিয়ে লেখা যায়? সংবাদে প্রকাশিত সম্পূর্ণ লেখাটা দেখুন - এইরকম আরো কিছু টেকনোলজি বিষয়ক লেখা আপনারা পড়তে পারেন ব্লগস্পটে আমার টেকনোলজি ব্লগে। ছবিঃ দৈনিক সংবাদের সৌজন্যে
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.