চাইনিজ ভাষায় যদি শেখা সম্ভব হয় তবে বাংলাতে নয় কেন
আপনার পিসিটা নেটওয়ার্কে সংযুক্ত আছে। ফলে Network Neighberhood বা My Network Places এ গেলে পিসিটা দেখা যায়। যদি এমন ব্যবস্থা করতে চান যে, আপনার পিসি নেটওয়ার্কে সংযুক্ত থাকবে কিন্তু My Network Places এ গেলে পিসিটা দেখা যাবে না তাহলে নিচের পদ্ধতিগুলো প্রয়োগ করে দেখতে পারেন।
রেজিস্ট্রি এডিট করে:
১. Start -> Run এ regedit লিখে এন্টার দিন। Registry Editor চালু হবে।
২. HKEY_LOCAL_MACHINE -> SYSTEM -> CurrentControlSet -> Services -> LanmanServer -> Parameters এ ক্লিক করুন।
৩. Edit -> New -> DWORD Value তে ক্লিক করে Hidden নামে একটা ভ্যালু তৈরী করুন।
৪. Hidden এ রাইট মাউস ক্লিক করে Modify এ ক্লিক করুন। Value data: তে 1 দিয়ে OK দিন।
৫. পিসি রিস্টার্ট দিন।
এর পর থেকে My Network Places এ গেলে পিসিটা দেখা যাবে না।
৬. My Network Places এ পিসিটা দেখাতে চাইলে Hidden এ রাইট মাউস ক্লিক করে Modify এ ক্লিক করুন। Value data: তে 0 দিয়ে OK দিন।
আরো বিস্তারিত জানতে এই লিংকে ভিজিট করতে পারেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।