আমাদের কথা খুঁজে নিন

   

সরকারি বিশ্ববিদ্যালয়ের ভিসিদের ‘গানম্যান’ দাবি!

পিনপতন নিস্তধ্বতা

গত ৭ আগস্টের দৈনিক সমকাল পত্রিকার একটি খবরে চোখ আটকে গেলো। খবরের শিরোনাম ‘সরকারি বিশ্ববিদ্যালয়ের ভিসিরা গানম্যান চেয়েছেন’। সংবাদটি বিস্তারিত পড়ে জানা গেলো সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে বিশেষ করে নতুন বিশ্ববিদ্যালয়গুলোতে নিরাপত্তা ব্যবস্থা একেবারেই অপ্রতুল। ভিসি মহোদয়দের বাসভবন এখনো তৈরি হয়নি। ফলে তাঁরা আবাসিক সমস্যায় ভূগছেন এবং নিরাপত্তার অভাবে চুরি, রাহাজানি বাড়ছে অতএব মাননীয় ভিসিদের নিরাপত্তার জন্য গানম্যান দিতে হবে।

প্রশ্ন হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোতে যদি নিরাপত্তা নাই থাকে তবে শুধুমাত্র ভিসি নন, সেখানে অবস্থানকারী সকল শিক্ষক, তাদের পরিবার এবং শিক্ষার্থীরাও নিরাপত্তার অভাবে ভূগছেন। কারণ যেখানে ভিসিদের বাসভবনই সুরক্ষিত নয় কিংবা এখনো নির্মাণাধীন সেখানে বাকিদের অবস্থা যে অসহায় সেটাতো বোঝাই যায়। সেক্ষেত্রে সবার জন্যই নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার উপর জোর দেয়া উচিত। তা না করে শুধূমাত্র ভিসিদের ‘গানম্যান’ এর দাবি কিছুটা স্বার্থপরতার পরিচায়ক। তবে এমন যদি হয় চোর কিংবা সন্ত্রাসীদের লক্ষ্য শুধুমাত্র ভিসিরাই সেক্ষেত্রে অবশ্যই তাদের ‘গানম্যান’ দেয়া উচিত।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.