আমি বিদ্রোহী
ধূমপান ছেড়ে দিচ্ছেন ঋত্বিক
রিবেল মনোয়ার
স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেল্থ কে না জানে? সিগারেটের বিজ্ঞাপনে বার বার একথা বলা হলেও, ধূমপায়ীরা এ সব পাত্তা দেন না। কিন্তু স¤প্রতি, কাটরিনা কাইফ'এর বিপরীতে জোয়া আখতারের ‘জিন্দেগি মিলেগি না দুবারা' ছবির শুটিং শেষ করে আসার পর, সিগারেট-বিজ্ঞাপনের সেই সতর্কবাণী যেন জীবনের মন্ত্র হিসেবেই বেছে নিয়েছেন ঋত্বিক৷
ভেবে দেখেন, ‘জিন্দেগি' বা জীবন তো সত্যিই আর দু'বার পাওয়া যাবে না৷ তাহলে খামোখা আর সেই জীবনটা ছোট করা বা কষ্ট দেওয়া কেন ? তারপর আর কি ? যেমন ভাবা তেমন কাজ৷ দেশে ফিরেই ৩৬ বছর বয়স্ক এই বলিউড অভিনেতা ‘টুইটার'এ লিখলেন, হ্যালো টুই-পিপল, আমি খুব শিগগিরি ধূমপান ছেড়ে দিচ্ছি৷ তোমাদের মধ্যে আমাকে কেউ সঙ্গ দিতে চাও ?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।