আমাদের কথা খুঁজে নিন

   

জাকিয়া তানজিমের প্রোফাইল আর কিছু ভাললাগার অনুভূতি

যাও তবে অবশ্যই সন্মুখে। পিছিয়ে পড়োনা কারণ ব্যর্থতার কোন সিঁড়ি নেই।

আপনি যখন এই লেখাটি পড়ছেন, ঠিক তখনি, হ্যাঁ ঠিক সেই মুহুর্তের কথা বলছি। আমি জানিনা, কিন্তু আপনি জানেন আপনার মনের অনুভুতি। আসলে আমাদের সবার মাঝে দুটি বিষয় By Default বোধ হয় আমাদের সৃষ্টিকর্তা তৈরি করে দিয়েছেন।

সে গুলো হল ভাললাগা,মন্দলাগা। একই ছবি হয়ত কেউ মুগ্ধ হয়ে দেখে আর একজন বলে এটা ছবি না কি ছাই! এই ভাললাগার ছোট্ট একটা অনুভূতি আপনাদের সাথে শেয়ার করছি। তার আগে নিচের কয়েকটি লাইন পড়ুন। ভালবাসি নীল আকাশ......সবুজ প্রকৃতি...রাতের জোছনা...নিঃসঙ্গ কোন পথ হাটতে গিয়ে স্রস্টার ভাবনায় তন্ময় হওয়া...। জীবন পথ-এ কত সঙ্গীর দেখা পেলাম...তবু মনে হয় আজও আমি পথ চলছি একাই....।

লাইন গুলো পড়েছেন নিশ্চয়? এবার আর একটা কথা বলি। যদিও আগেই বলেছি কথাটা। সবার ভাললাগা এক নয়। আসলে একটা বিষয় আমরা বোধহয় জানি। আমরা আসলে তা-ই দেখিযা আমরা দেখতে চাই।

আমরা তা-ই শুনি যা আমরা শুনতে চাই। আমরা তো তা-ই বলি যা আমরা বলতে চাই। যা বলতে চাই না তা কি কেউ আমাদের জোর করে বলাতে পারবে। এবার চিন্তা করুনতো আমরা পথ চলতে কয়জন আমাদের স্রষ্টাকে ভাবি? আমাদের ভাবনাগুলো যতটা না আজে বাজে চিন্তা দিয়ে ভর্তি ততটা কি ভাল চিন্তা দিয়ে পূর্ণ করতে পেরেছি? উপরে যে লাইনগুলো আপনি পড়েছেন। সেগুলো জাকিয়া তানজিমের প্রোফাইল থেকে নেয়া।

আমার একটু বেশিই ভাল লেগেছে তার প্রোফাইলের এই লাইন গুলি। সাথে তার প্রোফাইল ছবিটাও। আসুন না আমাদের ভাবনা গুলি আমরা সাজাই স্রষ্টার দেয়া নির্দেশনা অনুসারে। তবেই তো প্রকৃত শান্তি বিরাজ করবে আমাদের চারদিকে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।