বাস্তবতা ফেরী করে বেড়াচ্ছে আমার সহজ শর্তের সময়গুলোকে
প্রশ্ন : দীর্ঘ প্রতিযোগিতা শেষে দারম্নচিনি দ্বীপের নায়িকা নির্বাচিত হয়েছেন। আপনার অনুভূতি কি?
উত্তর : প্রতিযোগিতায় ভালো করার একটা স্বপ্ন ছিল। কিন্তু এতোটা ভালো করে ফেলবো ভাবতে পারিনি। দারম্নচিনি দ্বীপ উপন্যাসে নায়িকা হিসেবে কাজ করতে পারবো_ এটি আমার জন্য অনেক বড় পাওয়া। যখন সেরা স্থানে আমার নাম ঘোষণা করা হয় তখন আমি কেঁদে ফেলি।
এতো সুখের কান্না আমি কখনোই কাঁদিনি। আমার এ সাফল্যের জন্য বাবা-মা, ছোট ভাইসহ আত্মীয়স্বজন, ফ্রেন্ড সার্কেলের প্রতি আমি খুবই কৃতজ্ঞ।
প্রশ্ন : স্বপ্নের রাতটি কেমন কেটেছিল?
উত্তর : ওফ, আসলেই রাতটি ছিল আমার জীবনে সেরা পাওয়ার রাত। সারা রাত ঘুমাতেই পারিনি। প্রতিযোগীরা সবাই মিলে আড্ডা দিয়েছি।
গতবারের বিজয়ী শানু আপু আমাকে উইশ করেছেন। রাতভরই দর্শক-ভক্তদের ফোন কল, এসএমএস পেয়েছি। আসলেই স্বপ্নের মতো কেটে গেছে রাতটি।
প্রশ্ন : দর্শকদের এতো এতো এসএমএস পেয়ে বিজয়ী হয়েছেন। বিষয়টি কিভাবে ব্যাখ্যা করবেন?
উত্তর : বাংলাদেশের মানুষ যে আমাকে এতো ভালোবাসে তা এ প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে বুঝেছি।
এতো মানুষের ভালোবাসা, এতো মানুষের আনত্দরিকতা আমার জীবনের সেরা পাওয়া। আমি মোট 87,446টি এসএমএস ভোট পেয়েছি। আমি সবার কাছেই কৃতজ্ঞ।
প্রশ্ন : এখন তো আপনার প্রতি দর্শকদের একটি চাওয়া-পাওয়ার স্থান তৈরি হয়েছে।
উত্তর : আসলেই তাই।
দর্শকরা আমাকে যে সম্মান দিয়েছে তা অবশ্যই ধরে রাখতে চাই। দর্শক-ভক্তদের প্রতি ভালোবাসা ভালো কাজের মাধ্যমেই ফিরিয়ে দিতে চাই।
প্রশ্ন : আপনার ভবিষ্যৎ পরিকল্পনা সম্বন্ধে বলুন।
উত্তর : আমি অবশ্যই মিডিয়াতে থাকতে চাই। অভিনয়, মডেলিংয়ের পাশাপাশি নাচেও আমার বেশ আগ্রহ রয়েছে।
কাজের প্রতি সব সময়ই শ্রদ্ধাশীল থাকবো। বড় কথা, শুধু স্টার নয়, আমি বড় মাপের অভিনেত্রী হতে চাই।
প্রশ্ন : প্রতিযোগিতাটি সম্বন্ধে আপনার মন্তব্য কেমন?
উত্তর : এটা খুব ভালো একটা প্রতিযোগিতা। এতে সারা বাংলাদেশের মেধাবী, প্রতিশ্রম্নতিশীল, সুন্দরী মেয়ে প্রতিভার পরিচয় রাখতে পারছে। এ প্রতিযোগিতাটির মাধ্যমে আমি অনেক কিছুই পেয়েছি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।