কালকের 'প্রথম আলো' তে খোলা কলামে এম এম খালেকুজ্জামান লিখেছিলেন " পাইলট পল টিবেটস বিমান থেকে বোমা ফেলার কয়েক সেকেন্ড পর হিরোশিমার যে কল্পনাতীত ভয়ংকর দৃশ্য অবলোকন করেছিলেন, পরবর্তী সময়ে তিনি উন্মাদে পরিণত হন এবং অকালমৃত্যু তাঁকে এ যন্ত্রণা থেকে মুক্তি দেয় "।সূত্র
কিন্তু আমি বিভিন্ন রেফারেন্স থেকে জানলাম, ওই পাইলট মারা গেছেন ৯২ বছর বয়সে এবং ওই বোমার ব্যাপারে কোন অনুশোচনা ছাড়াই। হিরোশিমা বোমা নিক্ষেপের ৬০ বছর পূর্তিতে টিবেটস বলেছেন, ওই সময় পারমাণবিক বোমার ব্যবহার প্রয়োজনীয় ছিল এবং এর জন্য তাদের অনুশোচনা নাই...... সুত্রঃ
আমার ধারনা আসলেই তাদের অনূশোচনা ছিল না, থাকলে তারা পরবর্তিতে আর পারমাণবিক বোমা বানাতো না, বরং আগের গুলাই ধংস করে ফেলত.........।
উল্লেখ্য ওই পারমানবিক বোমা হামলায় ১৪০,০০০ জাপানী নিহত হয়েছিলেন, পরবর্তিতে আরো অনেক মারা গেছে পারমানবিক বোমার তেজস্ক্রিয়তার প্রভাবে............
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।