h
কিছুদিন আগে সিঙ্গাপুর থেকে ঘুরে এলাম, কিন্তু হাতে খুব কম সময় ছিলো বলে অনেক জায়গা দেখা হয়নি আর খুব বেশী ছবিও তুলতে পারিনি। আজ আপনাদের সাথে সিংগাপুরের বিখ্যাত স্থান 'মেরিনা বে'-তে তোলা কিছু ছবি শেয়ার করব।
ছবিটিতে যে ভবনগুলো দেখতে পাচ্ছেন তার নাম 'মেরিনা বে স্যান্ডস টাওয়ার'। মাত্র কিছুদিন হল এর উদ্ভোদন হয়েছে। বিশ্বের অন্যতম বৃহৎ হোটেল কাম শপিংমল, মিউজিয়াম, রিসোর্ট আর ক্যাসিনো বিদ্যমান।
ওপরের অংশটি শিপের মতন, যা কিনা সুইমিং পুল।
রাতের 'মেরিনা বে স্যান্ডস টাওয়ার'
শহরের আলোকচ্ছটা, মেরিনা বে থেকে তোলা।
হোটেল ম্যান্ডারিন - এটাও মেরিনা বে থেকে তোলা।
সামরিক কুচ-কাওয়াচ হচ্ছিলো, ছবি নিয়ে নিলাম। আলোক স্বল্পতার ও তারাহুরার কারনে ভালো নিতে পারিনি, দুঃখিত।
রাতের আলোয় উদ্ভাসিত স্যান্ডস টাওয়ার।
মারলায়ন- সিঙ্গাপুরের অন্যতম আইকন।
আতশ-বাজির খেলা, মেরিনা বে থেকে - সিঙ্গাপুরের ন্যাশনাল ডে উপলক্ষ্যে।
রাতের আকাশে যেন হাজার তারার মেলা।
আরও কিছু ছবি আছে (বার্ড পার্কের), আর ভ্রমন কাহিনী-র ব্লগ সেগুলো পরের পর্বে দেয়া হবে।
ফ্লিকার লিঙ্কঃ http://www.flickr.com/photos/nuvan_buet/
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।