গল্প
মরন পথিক যাত্রী আমি
নাইরে মনে স্বাদ।
যেদিন তোমায় প্রথম দেখি
উঠেছিল মনে চাদ।
চলে গেলে দুঃখ দিয়ে
চাদটা তাই মেঘে ঢাকা।
কষ্ট পেয়েছি অনেক বেশি
করবনা তবুও তোমায় দোষী।
যত দুঃখ, যত কষ্ট
থাকবে আমারই থাক।
না হয় ভাসিয়ে দিব নীল আকাশে
ভালবাসা যায় যাক।
ভালবাসা দিয়ে তোমায় আমি
যদিও নাই শক্তি বল।
তবুও হারিয়ে তোমায়
পেয়েছি দু'ফোটা জল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।