আমাদের কথা খুঁজে নিন

   

সৌদি আরবের অসহায় বাংগালিরা, কত যে কষ্টে আছে, কিছুতো করতে পারবোনা আসুন দুফোটা চোখের জল ফেলি।

পন্ডিত কানা...অহংকারে মুড়ল কানা চু-কলখোরে.....আন্দাজে এক খুটি গাড়ে.... আ-ন্দাজে এক খুটি গাড়ে....... জানেনা সীমানা কার..... এসব দেখি কানার হাট বাজার......।
সৌদি আরবে বাংগালিদের এই অবস্থা, কিছু কি করার নাই আমাদের অসহায় ভাইদের জন্য??????? যাদের কারনে আমাদের অর্থনীতির চাকা সচল রয়েছে তাদের জন্য কি সরকারের কিছুই করার নাই?? আমাদের কারো বাবা কারো ভাই দুরের ও কাছের আপন জনেরা আজ অসহায় জীবন কাটাচ্ছে। গ্রেপতার আতংকে পালিয়ে বেড়াচ্ছে, কেউবা ধরা খেয়ে দেশে আসার প্রহর গুনছে। এটা হয়ত এই সময়ে সাধারন বিষয়, কিন্তু একবার চিন্তা করে দেখুন অন্তত ৫লক্ষ লোক অবৈধ আছে, এরা সবাই যদি দেশে আসে, কি করবে? এতগুলো লোক বেকার থাকবে, টাকার অভাবে বন্ধ হয়ে যাবে ছেলে মেয়েদের পড়াশুনা। সরকার জোর তদবির চালালে এতদিনে একটা ব্যাবস্থা হত, কিন্তু এনিয়ে সরকারের কোন মাথা ব্যাথাই নেই। তাই সরকারের প্রতি অনুরোধ দয়া করে আমাদের ৫লক্ষ পরিবারের ভরন পোষনের হাতিয়ার গুলোকে রক্ষা করুন, সৌদি সরকারের সাথে আলোচনা করুন। আমরাতো কিছু করতে পারবোনা, আসুন তাদের জন্য প্রান খুলে দোয়া করি। হে আল্লাহ আপনি তাদের সহায় হোন আমীন...............
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.