আমাদের কথা খুঁজে নিন

   

তোমার জন্য দুফোটা চোখের জল ফেলতে পারি : শাফিক আফতাব----

(সূত্র : বাসার বিদায়ী দারোয়ান কিশোর জানিকের উদ্দেশ্যে) আমি তোমার জন্য কিছুই করতে পারিনা শুধু দুফোঁটা চোখের জল ফেলতে পারি তাও আবার দীর্ঘ সময় না কড়া রোদে কিংবা অতিবর্ষনে কিংবা যানজটে কিংবা ছিনতাইকারী বা দস্যুতের তাড়ায় দৌড়ে আমাকেও নিরাপদ আশ্রমে যেতে হয় কিংবা আমার নিজেরই ক্ষুধায় তাড়ায় আমি আর তোমার দিকে তাকাতে পারিনা। এ যুগে কে আর কার জন্য করুণা করে নিজেই যখন অনাহারে অর্ধাহারে থাকে দীর্ঘ সময় তখন আহার সামনে এলে নিজেই ক্ষুধার্থ বাঘ্রের মতোন এক চুমুকেই কাবার করে বনমহিষের নরম মাংস ফলত আমি তোমার জন্য কিুছই করতে পারিনা দুফোঁটা চোখের জল ফেলতে পারি তাও আবার দীর্ঘ সময় না আমার নিজেরই জীবনের যাঁতাকলে, কিংবা ক্ষুধার্থ পেটের চাতালে যখন অগ্নি জ্বলে তখন আমি তোমার দিকে তাকাতে পারিনা তাকার অবকাশ পাই না কারণ আমি নিজেই তোমার মতোন নির্বাসিত একজন যে ঘুঘুর মতোন শস্যদানা খুঁটে খুঁটে বেড়ায় এই শহরের ইট পাথরের ভাঁজে ভাঁজে বিচিত্র কাজে। সে আর তোমার জন্য কী করতে পারে শুধু দুফোটা চোখের জল ফেলাতে পারে তাও আবার দীর্ঘ সময় না , হয়তো আজকের জন্য কাল তোমার কথা মনেই থাকবে না......!!!!!!! ২৮.০৬.২০১৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।