আমাদের কথা খুঁজে নিন

   

আসছে "হিরোশিমা" দিবস

উন্নত দেশে ব্যক্তি স্বাধীনতা

আগামী ৬ ই আগষ্ট "হিরোশিমা" দিবস। বিশ্বের প্রথম WMA(ওয়েপন্স অফ মাস ডির্ট্রাকশান) শুধু তৈরীই করে নি, ব্যবহার করেছিল এমন এক দেশ যে দেশ বর্তমানে WMA তৈরীর বিরোধিতা করছে। শুধু করছেই না বিশ্বে তার একমাত্র শক্তিধর রাষ্ট্র হিসাবে আবিরভুত হওয়াতে অন্যান্য দেশকে রীতিমত শাষন করে বেরাচ্ছে। আমি এই বিতর্ক আহ্বানের জন্য এই লেখা উপস্থাপন করছি না। এই লেখার উদ্দেশ্য, আজ থেকে ৬৫ বছর পূর্বে দ্বিতীয় মহা যুদ্ধে বিশ্বের প্রথম WMA ব্যবহার করা হয়েছিল জাপানের হিরোশিমা শহরের নিরিহ সাধারন নাগিরকের ওপর।

এর দুদিন পরই নাগাসাকি নামক আরেকটি জাপানি শহরে আবারও নিরিহ নাগরিকের নির্বিকার হত্যাযগ্য চালিয়েছিল ঐ একই দেশ। শুধু মাত্র এক নিমিষেই প্রায় দেড় লাখ বেসামরিক নাগরিকের প্রান নিশ্চিন্ন হয়ে পরেছিল। অধিকাংশ ইমারত ও অবকাঠামো একই সাথে ধংসস্তুপে পরিণত হয়েছিল। যদিও অনুমান করা এই বোমার কারনেই জাপান আত্মসমর্পন করেছিল। কিন্তু নিরাপরাধ নিরিহ জনগনের ওপর ব্যপক মারনাস্ত্র ব্যবহার করার জন্য যুক্তরাষ্ট্র (আমার জানামতে) কখনও জাপানী জনগনের কাছে ক্ষমা চায় নি।

কারন বিজিতরা সবসময়ই নিরাপরাধ, তবুও আমি মনে করি যুক্তরাষ্ট্র জাপানী জনগনের কাছে এই কৃত কর্মের জন্য ক্ষমা চেয়ে মহানুভবতার পরিচয় দিতে পারে। হিরোশিমার ছবি, যা দেখা হয়নি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.