আমাদের কথা খুঁজে নিন

   

দুবাইতে লুৎফুর রহমানের মুক্তিযুদ্ধ ও সিলেট বিষয়ক বইয়ের অন্তরঙ্গ পাঠ

সম্পাদনা করি আমিরাত-বাংলা মাসিক মুকুল। ভালবাসি মা, মাটি ও মানুষকে.. দুবাই সংবাদদাতা: গত ১৬ মে আরব আমিরাতের দুবাইয়ের একটি অভিজাত হোটেলে মাসিক মুকুল সম্পাদক লুৎফুর রহমানের দু'টি ছড়ার বই 'লাল-সবুজের ছড়া বিয়ানীবাজারে গড়া' ও 'সুরমা ফারর ছড়া'র অন্তরঙ্গ পাঠ অনুষ্ঠিত হয়েছে। মাসিক মুকুল আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্রিকাটির সম্পাদকমণ্ডলীর সভাপতি ফয়ছল আহমেদ। ব্যবস্থাপনা সম্পাদক আব্দুল আজিজ সেলিমের সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন বড়লেখা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা কমাণ্ডার মোহাম্মদ সিরাজ উদ্দীন। বই দুটির লেখক ও মুকুল সম্পাদক ছড়াকার লুৎফুর রহমানের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে বইগুলোর উপর আলোচনা করেন, প্রফেসর আব্দুস ছবুর, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব এ এম আব্দুল্লাহ, মুক্তিযোদ্ধা কাজী শাহজাহান, কমিউনিটি নেতা শিহাবুল আম্বিয়া, লেখিকা ও শিক্ষিকা মোস্তাকা মৌলা, প্রবাসী সাংবদিক সমিতির সাবেক সভাপতি হারুন আকবর, রোটারিয়ান বকুল হায়দার ও সাংবাদিক নাসিম উদ্দিন আকাশ প্রমুখ।

প্রধান আলোচকের বক্তব্যে মুক্তিযোদ্ধা কমাণ্ডার মোহাম্মদ সিরাজ উদ্দীন বলেন, প্রবাসে বসেও দেশ ও মাটির প্রতি যে টান সেই টান থেকে বিয়ানীবাজারের গণহত্যা নিয়ে ছড়ার বই লিখে আমাদের অনুপ্রাণিত করেছেন লুৎফুর। দেশের মুক্তিযুদ্ধের ইতিহাস অক্ষুন্ন রাখতে এসব তরুণদের কাজ করে যেতে তিনি আহবান জানান। এছাড়া সিলেটের আঞ্চলিক ভাষার অনেক শব্দ আজ হারিয়ে যেতে বসেছে প্রবাস জীবনে সেই সময়ে সুরমা ফারর ছড়া সিলেটীদের পুরনো দিনে নিয়ে যাবে বলে তিনি আশা করেন। প্রাণবন্ত এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুবাই আওয়ামীলীগ নেতা শফিকুল ইসলাম, মুকুলের সহ-ব্যবস্থাপনা সম্পাদক খলিলুর রহমান খলু, চ্যানেল আইয়ের জুনেদ আহমদ, বাংলা এক্সপ্রেসের খুরশেদ আলম, ব্লগার আফজাল সাদেকীন, কণ্ঠশিল্পী সঞ্জয় ঘোষ, মুকুল কর্মী তুষার মুহিব ও আবৃত্তিকার মাহনুর রওশান মুমু প্রমুখ। উল্লেখ্য, লাল-সবুজের ছড়া বিয়ানীবাজারে গড়া বইটি একাত্তরে সিলেটের বিয়ানীবাজারের গণহত্যা নিয়ে লেখা হয়েছে এবং সুরমা ফারর ছড়া সিলেটের আঞ্চলিক ভাষার সিলেটের ইতিহাস-ঐতিহ্যকে ফুটিয়ে তুলা হয়েছে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.