ও গানওয়ালা, আর একটা গান গাও... আমার আর কোথাও যাবার নেই, কিচ্ছু করার নেই।
আমরা প্রায়ই হিজিবিজি দেখতে এই রকম কিছু ছবি দেখতে পাই! তারা বলার চেষ্টা করে, ছবির দিকে তাকিয়ে থাকুন, তাকিয়ে থাকতে থাকতে হিজিবিজি ছবি থেকেই পরিবর্তন হয়ে অন্য একটা অদ্ভুত 3D ছবি ভেসে আসবে! কেও কেও এটাকে ধাপ্পা বাজী মনে করে দেখেই না, আবার অন্য কেও কিছুক্ষন খুব মনযোগ দিয়ে নেড়েচেড়ে বলে ধুর! বুঝি না, ভূয়া জিনিস!
এটা আসলে কিছুই না, বলা যায় অপটিক্যাল ইল্যুশন।
ধরতে পারলে অবশ্যই মনে হবে, বেশ তো! মজার নতুন একটা কিছু শিখলাম!
তাহলে আসুন ৫ মিনিটে শিখে নেই কিভাবে দেখতে হয় এই যাদুর ছবি:
আপনি নি কখনও চোখের সামনে ১ ফুট দূরে হাতের দুটি আঙ্গুল (V চিহ্ন) উচু করে ধরে, চোখটা ঝাপসা (Out of focus) করে আঙ্গুল দুটির বদলে চারটি করে দেখার চেষ্টা করেছেন? যদি পারেন তাহলে ব্যস হয়ে গেল শেখা! (অন্যভাবে, টেকনিক হচ্ছে, মনে করুন PC monitor এ 3D ছবির দিকে/আঙ্গুলের দিকে তাকিয়ে আছেন আর চোখের দৃষ্টি (focus) আছে ছবি/আঙ্গুল ভেদ করে একটু পিছনের, অন্য কিছুতে/দেয়ালে!)
এবার আসুন কাজে নেমে পরি। নিচের ছবিটি দেখুন,
মূল 3D ছবির উপরে দুটি ছোট ছোট চারকোনা লাল ডট আছে। প্রথমে দুটি চারকোনা লাল ডটকে হাতের আঙ্গুল মনে করে দুটির জায়গায় চারটি ডট বানিয়ে দেখুন। তার পর চারটি ডটকে তিনটি করুন। (ভয় পাবেন না! শুধু মাঝখানের দুটি ডট একটার উপর আর একটা পরবে), এভাবে,
পেরেছেন? ঝাক্কাস!! আর কিছু বলার নেই!
(অনেকটা এই রকম শেপ নিবে)
এটা দিয়েও চেষ্টা করতে পারবেন,
3D হার্ট:
3D ডিনো:
দুটি হাত:
বলুন দেখি এখানে কি 3D লিখা হয়ে সামনে চলে আসবে?
এই ছবির মর্মদ্ধার করতে পারলে হতবাক হয়ে যাবেন! চোয়াল ঝুলে যেতে বাধ্য!
এটা হচ্ছে সাতার শেখার মত! একবার ধরতে পাড়রে আর কখনও সমস্যা হবে না! আর যে কোন 3D ছবি সাদাকালো প্রিন্ট কপিতেও সমান কাজ করে।
আমার বাড়িতে থ্রি ডি ম্যাজিক পিকচারের শতাধিক ছবিসহ একটি বই ছিল। দেখা গেছে নতুন মানুষ হিসাবে আমার নানু অল্প সময়েই ধরতে পেরেছিল চোখের focus করার নিয়মটা!
আর কাজের ছেলেটার লেগেছিল প্রায় দুই দিন! বেচারা ছবিগুলোতে Clean Focus করে, নাক ঠেকিয়ে, ঘুরিয়ে ফিরিয়ে, খুঁটিয়ে খুঁটিয়ে বহুভাবেই চেষ্টা চালিয়ে যায়! শেষে রাতে হতাশার চরমে যখন, ঘুম ঘুম চোখে অবশেষে ধরতে পেরেছিল টেকনিকটা !
দেখি আপনি পারেন কিনা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।