বাঙ্গালাহ বঙ্গ বাঙলা বাংলাদেশ । এ দেশের সুজনে আজ সুযশ গায়
য়ু আর সেক্সি/ য়ু আর কিউট !
। সর্বশেষ জি এইট ও জি টুয়েন্টি সম্মেলন ঘিরে জুনের আঠারো থেকে বাইশ তারিখ ধরে টরন্টোতে যে বিক্ষোভ চলে তার একটি ছবি এটি। ছবি তোলার সময় বিক্ষোভকারিরা দাঙ্গা পুলিশকে লক্ষ্য করে স্লোগান দিচ্ছিলো যে, 'য়ু আর সেক্সি/ য়ু আর কিউট/ জাস্ট টেক অফ য়ুর রায়ট স্যুট।
গণতন্ত্রের ব্যায়ামাগার
।
আফগানিস্তানের হেলমান্দ শহরের কাছে এক মার্কিন ঘাটির ছাপড়া ঘরে বানানো জিমে তোলা ছবি। জুনের শেষ দিকে তোলা।
হাফপ্যান্ট হাফহার্টেড
। হঠাৎ তালেবান যোদ্ধাদের আক্রমন ! তাবু থেকে পড়িমড়ি করে ট্রেঞ্চে ছুটে আসতে হলো দখলদার যোদ্ধাদের। ছবিতে একদম বায়েরজন তাড়াহুড়ার চোটে য়ুনিফর্ম দুরের কথা একখানা ফুলপ্যান্টও যোগাড় করতে পারেন নি।
আফগানিস্তানের কান্দাহার প্রদেশ থেকে জুলাইয়ের শুরুতে তোলা ছবি।
স্লোগানের বদলে বুলেট
। দখলকৃত কাশ্মীর থেকে তোলা ছবি। দীর্ঘ দিনের ধারবাহিকতার মতোই আবারো দখলদার ভারতীয় বাহীনি হামলা চালাচ্ছে মুক্তিকামী কাশ্মীরিদের নিরস্ত্র প্রতিবাদ কর্মসূচীর ওপর। গত জুনের এগারো তারিখ থেকে থেকে গত রোববার পর্যন্ত তারা ছাব্বিশজন কাশ্মীরিকে হত্যা করেছে, গত শুক্র থেকে রোববারের মধ্যে জনতার শান্তিপূর্ন মিছিলে হামলা চালিয়ে হত্যা করেছে নয়জনকে।
জুনের বিক্ষোভ শুরু হবার পর দখলদার বাহীনির হাতে মারা যাওয়া প্রায় সবাই বয়সে তরুন।
* ছবিগুলি গেটি ইমেজ, ম্যাকলিয়ানস, এএফপি ও রাইজিং কাশ্মীর থেকে নেয়া
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।