আমাদের কথা খুঁজে নিন

   

জলপরীর খোঁজে

মশিউর রহমান

সব কিছু পানসে কৃত্রিমতায় ভরা ধূসর বর্ণহীন এক একটা দিন বয়ে যায় মেঠো পথে গরুর গাড়ীর মত কচ-কচ কচাৎ-কচাৎ করতে করতে। আর ভাললাগেনা বহু দেখেছি স্বপ্ন কল্পনার বীথারে আকাশ-পাতাল গ্রহ-তারা ভেদ করে নীহারিকা-গ্যালাক্সী আরও অনেক অনেক উপরে পর্যন্ত ছুটেছি। মনের কনে ঝরছে অবিরত কষ্টের বারি ধারা বয়ে যায় অনন্তের পথে শেষ জানা নাই পাহাড় পর্বত সমতল বনাঞ্চল মাড়িয়ে শুধুই সামনের পানে............। সেই ধারায় সুখ নামক নুড়ি খুঁজি শুশুকের ভিড়ে আজও জলপরীর সন্ধান পাইনি আশাহতও হইনি, চলছি তারই খোঁজে..........। রচনা ২১/০৮/২০০৯ইং

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।