আমাদের কথা খুঁজে নিন

   

জলপরীর ব্যবচ্ছেদ



কে পারে অমন করে ভালবাসতে তোমার মত। নিঃস্বার্থে পারে না কেউ তোমার মত মুঠোফোনে বলতেই হ্যালো আজ খারাপ আছি না ভালো । কে বোঝে তোমার মত আমার দীর্ঘশ্বাস শুধু আমাতে ই তোমার অগাধ বিশ্বাস । তার ভাললাগার হ্যা কে ই যদি বলি না নিদ্ধিধায় মেনে নিয়ে সব ভালবাসবে তবু ও হাসি টুকু ম্লান হবে না। এসো বলতে ই কে পারে অমন করে সব ছেড়ে দিয়ে আমার সাথে পাড়ি জমাতে দূরে । আজকাল অমন করে কেউ পারে কী? তার শুরু থেকে শেষ সে আমাতে ই অন্ধ অথচ প্রেমে এই শহরে ই কেউ কেঊ অসহায় নাগরিক জীবননান্দ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।