আমাদের কথা খুঁজে নিন

   

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারীদের চারদিক ঘেরাও করে দফায় দফায় হামলা



শহীদ মিনার থেকে প্রক্টর অফিস পয্যন্ত ঘেরাও করে পুলিশ আন্দোলন ছাত্রদের ওপর আক্রমন করে। যাকে যেখানে পাচ্ছে মারছে। রাবার বুলেট এবঙ টিয়ার শেলের আঘাতে কয়েকজনের অবস্থা আশংকাজনক। এরমধ্যে গুজব উঠেছে কিছু ছাত্রকে গায়েব করে দেয়া হয়েছে। অনেকের সাথে যোগাযোগ করা যাচ্ছে না।

ছাত্রদের ওপর এই একতরফা হামলায় পুলিশের কাছে থাকা রাবার বুলেট ও টিয়ার শেলের প্রথম চালান শেষ হয়ে যায়। পরমুহুর্তে নতুন চালান এনে আবার হামলা শুরু করা হয়। পুলিশ ছাত্রদের ঘেরাও মারছে। চারদিক থেকে ঘেরাও করায় থাকায় কেউ কোন দিকে যেতে পারছে না। এরমধ্যে অনেক আশেপাশের বিল্ডিং-এ আটকা পড়েছে।

ইতিমধ্যে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় ও ছাত্রাবাস বন্ধ ঘোষণা করা হয়েছে। বিডি নিউজ টুয়েন্টি ফোর জানাচ্ছে.... আহতদের মধ্যে কয়েকজন শিক্ষার্থীর নাম পাওয়া গেছে। এরা হলেন-ফজলে রাব্বি, বখতিয়ার হোসেন সায়মন, দৈনিক কালের কণ্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রাজিব নন্দী, ইকবাল হোসেন, ইসমাঈল হোসেন, বর্ধিত বেতন ফি প্রত্যাহারের দাবিতে আন্দোলনের সমন্বয়কারী তবারক হোসেন, পলাশ, ফরহাদ, জনি, সাইফুল, সুজন, সাব্বির আহমেদ ও উথাই মারমা। তাদেরকে প্রাথমিক চিকিৎসা নিয়েছে। শিক্ষার্থীরা দুপুর ১টার দিকে ক্যাম্পাস সংলগ্ন বিভিন্ন রাস্তায় বিভিন্ন জিনিসপত্রের স্তুপ করে আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করে।

ভাংচুরের সঙ্গে জড়িত শিক্ষার্থীরা ছাত্রশিবিরের নেতা-কর্মী ও ক্যাডার বলে মন্তব্য করেন সহকারী প্রক্টর। আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে ছাত্রফ্রন্টের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিষদের সভাপতি প্রবাল মজুমদার বলেন, "আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলাম। উপাচার্য তার 'পোষা বাহিনী' দিয়ে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটিয়ে আমাদের আন্দোলন নস্যাৎ করার চেষ্টা চালাচ্ছে। " অথচ শিবিরের ছেলেরা অন্যান্য আন্দোলনের সময় যা করত, তেমনি লেজ গুটিয়ে হলে বসে আছে। মিথ্যে কথা বলে এই হামলাকে জায়েজ করা হচ্ছে।

ছাত্রদের এই দাবী ভুল প্রমাণিত করুক। এরপরে বিচার করা যাবে কে কি করে। প্লীজ খবরগুলো অপডেট করুন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.