Change the World
সম্প্রতি ইসরায়েল-এর গবেষকরা সম্পূর্ণ পক্ষাঘাতগ্রস্ত রোগীদের জন্য হুইল চেয়ার নিয়ন্ত্রণের একটি ডিভাইস উদ্ভাবন করেছেন। জানা গেছে, নতুন এই ডিভাইস ব্যবহারে স্রেফ নাক ডাকার মাধ্যমেই নিয়ন্ত্রিত হবে হুইলচেয়ার। খবর বিবিসি অনলাইনের।
সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, যেসব পক্ষাঘাতগ্রস্ত বা প্যারালাইজড রোগীরা একেবারেই যোগাযোগে অক্ষম, তাদের জন্যই এই ডিভাইসটি ব্যবহার করেছেন ইসরায়েলি গবেষকরা।
গবেষকদের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, নাক ডাকার বিষয়টি নাকের ‘সফট প্যালাটি’ দ্বারা নিয়ন্ত্রিত হয়।
মস্তিষ্ক থেকে স্পাইনাল সারির পরিবর্তে সংকেত সরাসরি সফট প্যালাটিতে পৌঁছায়। আর এই পদ্ধতিটিই হবে প্যারালাইজড রোগীদের যোগাযোগ করার মাধ্যম।
ওয়েজমান ইনস্টিটিউট অফ সায়েন্স এর নিউরোবায়োলজির অধ্যাপক নোম ক্যাম্পবেল জানিয়েছেন, কার্নিয়াল স্নায়ু থেকে পাওয়া সংকেত সফট প্যালাটিতে নিয়ন্ত্রিত হবার পদ্ধতিটি কাজে লাগিয়ে ‘স্নিফ কন্ট্রোলার’ নামের এই ডিভাইসটি উদ্ভাবন করা হয়েছে।
তিনি আরো জানিয়েছেন, এই ডিভাইসটির প্রযুক্তি বেশ সোজা। এই ডিভাইসটিতে নাসারন্ধের সামনে একটি রাবারের নল লাগানো থাকে।
আর এটির সাহায্যে নাকের চাপ পরিমাপ করা হয়। আর চাপ পরিমাপ থেকেই হুইলচেয়ার নিয়ন্ত্রণ করা যায়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।