শারদশশীর অনন্ত অপেক্ষায় তোর চোখের সবুজ রঙ আকাশনীল হয়ে গেলে ঠিক ধরে নিস আমি হারিয়ে গেছি ঘাসেদের দলে...
আজ হঠাৎই ব্লগার ইনফরমেশন প্যানেলে চোখ পড়ে গেল। আমি নাকি ১ বছর ২ সপ্তাহ ব্লগ লিখছি! আমার আসলে খেয়ালই ছিল না। সময়তো থেমে থাকেনা। আস্তে আস্তে একটা বছর পার হয়ে গেছে এই ব্লগে। ব্লগে আমি যদিও মোটেই নিয়মিত নই, কখনও ছিলামও না।
তবুও কিভাবে কিভাবে যেন হৃদ্যতা গড়ে উঠেছে এই ব্লগটার সাথে, ব্লগারদের সাথে। কখনো দেখিনি, তবু তাদের সবাইকেই অনেক আপন মনে হয়। ভালো লাগে ব্লগে সময় কাটাতে। শুরুতে কয়েক মাস ব্লগেই পড়ে থাকতাম রাত-দিন, প্রথম পাতার প্রায় সব লেখাই পড়ার চেষ্টা করতাম। পড়ে নানান ব্যস্ততায় সেটা আর ধরে রাখা সম্ভব হয়নি।
এখন তো লগ-ইন না করে শুধুই পড়ি। তবুও সবার লেখা যে পড়ি তা কিন্তু নয়, হাতে গোনা কয়েকজন ব্লগারের ব্লগেই নিয়মিত ঢু মারি। বাকিদের কাছে করজোড়ে ক্ষমা চাইছি... প্রার্থনা এই, সব ব্যস্ততা কাটিয়ে আবারো ব্লগে পড়ে থাকবো সারাদিন। জানি না কবে তা সম্ভব হবে। অনেকদিন মনের মত ব্লগে লিখিনি কিছুই... আসলে কেমন যেন বদলে গেছি, সব কিছু শুধু পাশ কাটিয়ে যেতে ইচ্ছে করে।
অথবা আমার লেখার ক্ষমতা দিন দিন কমে যাচ্ছে।
ব্লগ এমন একটা প্লাটফর্ম যেখান থেকে অনেক কিছু শেখা যায়, যেখানে লিখে আনন্দ পাওয়া যায়। সামহোয়ারইনব্লগ যদিও আমার কাছে নতুন নয়। কলেজে পড়ার সময় স্বনামে একটা একাউন্ট খুলেছিলাম। দু-তিনটা পোষ্ট ও করেছিলাম, কিন্তু সেটা আর ধরে রাখা সম্ভব হয়নি।
তারপর এইচ,এস,সি পরীক্ষার পর ছুটিতে খুলেছিলাম এই ব্লগ। ব্লগের উপর এক ধরণের মায়া পড়ে গেছে। পোষ্ট গুলোকে নিজের সন্তানের মত মনে হয়।
আমি ব্লগে আসার পর অনেকগুলো ব্লগার আড্ডা হয়েছে, কিন্তু একটাতেও সাহস করে যাওয়া হয়ে ওঠেনি। যেতে যে ইচ্ছে করে না তা কিন্তু নয়, কিন্তু কিভাবে যেন আর যাওয়ার সাহস করতে পারিনি।
ব্লগে এসে পেয়েছি অনেক কিছুই। নতুন বন্ধু পেয়েছি, নতুন স্বপ্ন পেয়েছি। ব্লগের কারণেই আমার মত নগণ্য কারো লেখা একুশের বইমেলায় ছাপা হয়েছে। এটা কত বড় প্রাপ্তি আমার মাপার ক্ষমতা নেই।
অনেকেই বলেছেন তুমি নিয়মিত লেখ না কেন? সিরিয়াসলি লিখলে তুমি অনেক ভালো করবে।
হয়ত সত্যিই তাই। কিন্তু খামখেয়ালি স্বভাবটা কেন যেন তাড়াতে পারিনা নিজের মধ্যে থেকে। সিরিয়াসলি কিছুই করতে পারিনা সেজন্য। অবশ্য লেখক কিম্বা কবি হবার ইচ্ছা বা আকাঙ্ক্ষা কোনটাই আমার কখনো ছিল না। শুধু ভাল লাগা থেকেই লিখেছি, বিষণ্ণতা থেকে লিখেছি, আবেগ থেকে লিখেছি, ক্রোধের রঙ নিয়ে লিখেছি।
আমার লেখালেখির শুরুটা কবিতা দিয়ে। আজ আমি শ্রদ্ধাভরে স্মরণ করতে চাই ইমন জুবায়ের ভাইয়া কে, যার লেখা থেকেই আমার কিছু লিখতে চাওয়ার আকুতির জন্ম। তার লেখা ব্ল্যাক এর গান গুলো আমাকে ভীষণ ভাবে আলোড়িত করত, এখনো করে চলেছে। ইমন ভাইয়া কে এই ব্লগে এসে পেয়ে যাওয়া আমার কাছে একটা স্বপ্নাতীত ব্যাপার ছিল।
ব্লগ পড়তে পড়তে কখন যে ব্লগার হয়ে গেলাম নিজেও জানিনা।
ঘন্টার পর ঘন্টা ব্লগে পরে থাকা দেখে বন্ধুরা অনেক ঠাট্টা করত, আমার অবশ্য তাতে মজাই লাগত বেশি। আমার সময়ের বেশ কজন ব্লগার এখন আর ব্লগিং করেন না। ব্লগিং করেন না অনেক হার্ডকোর জনপ্রিয় ব্লগারও। তাদের কে অনেক মিস করি। ব্লগটা হঠাতই কেমন যেন বদলে গিয়েছে।
এত সব কিছুর পরেও সামহোয়ারইনব্লগ আমার কাছে একটা ভাললাগার নাম। এ কারণেই চতুর্মাত্রিক থেকে শুরু করে অনেক বাংলা ব্লগেই একাউন্ট খোলা হয়েছে, কিন্তু নিয়মিত লেখা হয়ে ওঠেনি কিছুই। তার পরও যারা আমার ব্লগে নিয়মিত উকি দিয়ে যান, তাদের কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার নেই!
সব ধরণের রাজনৈতিক পোষ্ট আমি এড়িয়ে চলি, এমনকি পড়েও দেখিনা, কমেন্ট তো পরের ব্যাপার। কারণ আমি বাংলাদেশের রাজনীতি কে ঘৃণা করি। অনেকে আমাকে তথাকথিত সুশীল মনে করতে পারেন, যদিও আমি মোটেও সেরকম কিছু নই।
অনেকেরই ধারণা আমি অহংকারী। আসলে সেরকম কিছু নয়। নিজেকে সযত্নে আড়াল করে রাখার একটা চেষ্টা সবসময় ভেতরে কাজ করে। আমি মনে করিনা অহংকার করার মত কিছু আমার ভেতরে আছে।
অনেক তো নিজের কথা হল।
এতক্ষণ যারা ধৈর্য্য নিয়ে পড়লেন, তাদের জানাই অশেষ কৃতজ্ঞতা। ব্লগার পরিসংখ্যান দিয়ে শেষ করছি।
* পোস্ট করেছেন: ৫৫টি
* মন্তব্য করেছেন: ২৯৭৬টি
* মন্তব্য পেয়েছেন: ২১৮১টি
* ব্লগ লিখেছেন: ১ বছর ২ সপ্তাহ
* মাইনাস দিয়েছেনঃ ৬৫ টি
* প্লাস দিয়েছেনঃ অসংখ্য
* ড্রাফট করেছেনঃ ১০টি
* ডিলিট করেছেনঃ ১টি
* ব্লগটি মোট ৩৮৩৪৬ বার দেখা হয়েছে
আর সবশেষে সব্বাইকে বন্ধু দিবসের অনেক অনেক শুভেচ্ছা!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।