আমাদের কথা খুঁজে নিন

   

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী ছাত্র সুজনের বহিষ্কারাদেশ প্রত্যাহার কর



বছর বছর ফি বাড়ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। ফি বাড়ানোর এই অশুভ-অযোক্তিক প্রক্রিয়ার বিরুদ্ধে কথা বলতে নেমেছিল সুজন। বলতে চেয়েছে- শিক্ষা আমার অধিকার ; বলতে চেয়েছে শিক্ষাকে পণ্য করা যাবেনা। তার কন্ঠে একটি আকুতিই ছিল- যারা শ্রমিকের সন্তান, গ্রাম থেকে আসা কৃষকের সন্তান, মুটে মজুরের সন্তান তারা কি বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবে না? সুজন কেন কন্ঠ মিলিয়েছে শ্লোগানে? কারণ সে নিজেও শ্রমিকের সন্তান। পরিবার চালানোর জন্য তাকে পার্ট টাইম কাজ করতে হয়।

এরকম হাজারো সুজনের এ বিশ্ববিদ্যালয়। তাই সে প্রতিবাদ করেছে, শ্লোগান তুলেছে। আর এ অপরাধে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে অন্যায়ভাবে ২ বছরের জন্য বহিষ্কার করেছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমাদের দাবিঃ- ১. সকল বর্ধিত ফি প্রত্যাহার কর।

২. সুজন কান্তি দে'র বহিষ্কারাদেশ প্রত্যাহার কর

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.