আমি রুষে উঠে যবে ছুটি মহাকাশ ছাপিয়া | ভয়ে সপ্ত নরক হাবিয়া দোজখ নিভে নিভে যায় কাঁপিয়া।
আজ ৩০তম BCS প্রিলিমিনারী পরীক্ষা অনুষ্ঠিত হল। ২ নং সেট এর ইংরেজি অংশের প্রশ্ন দেখলে ভুতের মুখেও রাম নাম শোনা যেতে পারে। আমার মনে যে প্রশ্নটি না জেগে পারলোনা তা হলো, BPSC কর্তৃপক্ষ কি এমন ব্যাক্তবর্গকে প্রশ্ন ছাপানো ও পরীক্ষণের দায়িত্ব দিয়েছিলো যারা মদ খেয়ে টাল হয়ে পড়ে থাকে? ব্লগারদের জ্ঞাতার্থে আমি প্রথমে ইংরেজি অংশের প্রশ্ন এখানে তুলে ধরছি। তারপর আপনারাই বিচার করুন।
61. The people who carry a coffin at a funeral are called.
a. Undertakers
b. Supporters
c. Pallbearers
d. Mourners
Of the four alternatives given under each sentence, find the one that best fits into the blank space.
62. The horror movie scared them out of their____
a. Wits
b. Seats
c. Lives
d. Funds
63.
a. Superceed
b. Superseed
c. Supercede
d. Supersede
Choose correctly spelt wordbr /> 64.
a. Liesure
b. Leisure
c. Leasure
d. Lesuure
65. A lion may be helped even by a little mouse
a. A little mouse may even help a lion.
b. Even a little mouse may help a lion.
c. A little mouse can even help a lion.
d. Even a little mouse ought to help a lion
In each of the following questions, a sentence has been given in active (or passive) voice. Out of the four alternatives suggested, select the one which best expresses the same sentence in passive (or active) voice.
66. I know him.
a. He is known by me.
b. He was known to me.
c. He has been known by me.
d. He is known to me.
67. To read between the lines____
a. To concentrate.
b. To suspect.
c. To read carefully.
d. To grasp the hidden meaning.
68. To put the cart before the horse_____
a. To offer a person what he can not eat.
b. T o force a person to do something.
c. To raise Obstacle.
d. To reverse the natural order of things.
Each of the idioms is followed by some alternatives. Choose the one which best expresses its meaning.
69. To keep ones head___
a. To save oneself.
b. To be self respectful
c. To keep calm.
d. None of these.
70.
a. He has no desire for fame.
c. I intend going to Rajshashi.
c. He is too miserly to part with his money.
d. He has invited me for dinner.
One of the four sentences given in each question is grammatically wrong. That alternative is your answer.
71.
a. Neither you nor I am in a sound position.
b. Laziness is detrimental for success.
c. He begged the favour of my granting him leave.
d. Your action is not in conformity with the law.
72. Rishan walks as if he __________ lame.
a. Is
b. Had been.
c. Has
d. Were
73. Reason is the highest faculty _____ on human by their creator.
a. Interested
b. Endowed.
c. Bestowed.
d. Conferred.
Fill in the blanks in the followings sentences by selecting the most appropriate alternative from among the four choices given.
74. Parliamentary democracy demands discipline and ____ to the rules.
a. Adherence.
b. Respectful.
c. Knowledge.
d. Awareness.
75. Time after twilight and before night______
a. Evening.
b. Dawn
c. Dusk.
d. Eclipse.
In each of the following questions, out of the four alternatives, choose the one which can be substituted for the given words or sentencesbr />
76. A song embodying religious and sacred emotions_____
a. Lyric.
b. Ode
c. Hymn.
d. Ballad.
77. HATE
a. Admire
b. Abhor.
c. Concern.
d. Loathe.
In each of the following questions, choose the word opposite in meaning to the given word.
78. LIABILITY
a. Treasure.
b. Debt.
c. Assets.
d. Property.
79. AMICABLE
a. Interesting.
b. Loving.
c. Affectionate.
d. Friendly.
In each of the following questions, out of the given alternatives, choose the one that best expresses the meaning of the given word.
80. IMPROVEMENT
a. promotion
b. Advancement.
c. Betterment.
d. Preference.
এবার দেখুন কিভাবে অসংলগ্ন আর ভুল প্রশ্নের সমাহার ঘটানো হয়েছেঃ-
৬৩ এবং ৭০ নং প্রশ্নে শুধুমাত্র অপশানগুলোই দেওয়া হয়েছে, কোন প্রশ্ন দেওয়া হয়নাই। ৬৫ নং প্রশ্নটি ‘Choose correctly spelt word:- ’ এই নির্দেশনার নীচে দেওয়া হয়েছে। এখন আপনারাই বলুন, ৬৫ নং প্রশ্ন থেকে আমি কোন সঠিক বানানটি খুজে বের করবো। ৬৭ ও ৬৮ নং প্রশ্ন দুটি ‘Voice Change’ এর নির্দেশনার নীচে দেওয়া হয়েছে। আপনারাই বলুন, ৬৭ ও ৬৮ নং- এর VOICE কি হবে? ৭২ এবং ৭৩ –এর বেলায় দেখুন, Grammatically Wrong Sentence খুজতে বলে তার মধ্যে fill in the blanks দিয়ে দিয়েছে।
স্টুডেন্টরা যে Confused হয়ে গেলো, তার সমাধান কে দেবে? ৭৭ নং –এ SYNONYM নাকি ANTONYM চাওয়া হয়েছে? যদি SYNONYM চাওয়া হয় তাহলে উত্তর কি? আর যদি ANTONYM ই চাওয়া হয়, তাহলেই বা উত্তর কোনটি? Opposite in meaning বলে তারপর ৭৯ –এ যে প্রশ্নটি করা হয়েছে, আপনাদের কাছে আমার প্রশ্ন, নীচের কোনটি AMICABLE –এর opposite in meaning হতে পারে?
এমতাবস্থায়, সকল ব্লগার ও মানবিক হৃদয়-সম্পন্ন ব্যাক্তির কাছে আমার প্রশ্ন, যারা এই ২ নং সেটে পরীক্ষা দিলো, তাদের যে ক্ষতি এই অসংলগ্ন প্রশ্নের কারণে হলো, তার দায়-দায়িত্ব কে নেবে? BPSC বা বাংলাদেশ সরকারের কোন কর্তৃপক্ষ কি নেবে এর দায়-দায়িত্ব?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।