আমাদের কথা খুঁজে নিন

   

সোহানের মৃত্যু:দায়ী কে?

রাজা..............................

বিভাগের সেশনজট সইতে না পেরে আত্মহত্যা করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সোহান । প্রাণীবিদ্যা বিভাগের শেষ বর্ষের ছাত্র সোহানের মৃতদেহ টেকনাফের নাফ নদীর শাহপুরী দ্বীপ থেকে উদ্ধার করা হয়। বুধবার সকালে মৃতের বড় ভাই মো. জহির রায়হান টেকনাফ থানায় তার লাশ শনাক্ত করেন। সোহান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ সালাম বরকত হলের আবাসিক ছাত্র ছিলেন। গত কয়েকদিন থেকেই তিনি নিখোঁজ ছিলেন।

গত ২৬ জুলাই মৃতের বড় ভাই জহির আশুলিয়া থানায় একটি জিডি করেন। মঙ্গলবার ভোরে টেকনাফের নাফ নদীর শাহপুরীদ্বীপ থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। সালাম বরকত হলে সোহানের কক্ষ থেকে তার নিজ হাতে লেখা একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। তাতে তিনি তার মৃত্যুর জন্য বিভাগের সেশনজটকে দায়ী করেন! এছাড়াও তিনি তার জন্মদিন ২৫ জুলাইকে মৃত্যু দিন হিসেবে লিখে গেছেন। উদ্ধারকৃত মৃতদেহ দেখে ধারণা করা হচ্ছে, সোহান বেশ কয়েকদিন আগেই; সম্ভবত ২৫ জুলাই তারিখেই আত্মহত্যা করেছেন ।

এই মৃত্যুর জন্য আসলে কে দায়ী? সেশনজট?প্রাণীবিদ্যা বিভাগ? নাকি সোহান নিজেই?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।